×

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় দিল্লিতে বিমানের ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

ঘন কুয়াশায় দিল্লিতে বিমানের ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগৃহীত

   

দিল্লিতে ঘন কুয়াশায় বিমানবন্দরে টানা তৃতীয় দিনের মতো ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। রবিবার ভোরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দৃশ্যমানতা শূন্যে নেমে আসে। আর তার জেরে সড়ক, বিমান এবং ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে।

দিল্লি বিমানবন্দরের এক সূত্রের খবর, রবিবার ঘন কুয়াশার জেরে ৬টি ফ্লাইট বাতিল হয়েছে। ১২৩টি বিমানের ওঠানামায় বিলম্ব হয়েছে। 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য বলছে, দিল্লি বিমানবন্দর থেকে যে বিমানগুলো ওঠানামা করছে সেগুলির গড়ে ২০ মিনিট করে দেরি হচ্ছে। 

এর আগে শনিবারেও ছবিটা একই রকম ছিল। তবে টানা ৯ ঘণ্টা দৃশ্যমানতা শূন্যে থাকায় ৪৮টি বিমান বাতিল হয়েছে। ৫৬৪টি বিমান ওঠানামায় দেরি হচ্ছে।

রবিবার ভোর থেকে চার ঘণ্টা বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে থাকার পর সকাল ৮টা থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। তিন দিন ধরে বিমান বাতিল এবং কয়েকশো বিমানের ওঠানামায় দেরি হওয়ায় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।

শুধু বিমানই নয়, ট্রেন চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে উত্তর ভারত জুড়ে। ঘন কুয়াশার জেরে উত্তর ভারতগামী দূরপাল্লার ট্রেনগুলি কোনওটা ৪ ঘণ্টা, কোনো ৫ ঘণ্টা, কোনোটা আবার ৮-১০ ঘণ্টা দেরিতে চলছে। শুধু দিল্লিই নয়, পঞ্জাব, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানাতেও কুয়াশার দাপট চলছে। 

এর সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে মৌসম ভবন। হাড়কাঁপানো ঠান্ডা থেকে এখনই মুক্তি পাবে না উত্তর ভারত। আরো ২০ দিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App