×

আন্তর্জাতিক

কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম

কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

   

সাবেক ইরানি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রয়াত কাসেম সোলাইমানিকে একজন ‘মহান বীর’ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। 

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ছিল সোলাইমানির ৫ম মৃত্যুবার্ষিকী। পৃথিবীর ‘এক নম্বর’ জেনারেল হিসেবে বিবেচিত সোলাইমানির নাম ছিল বিশ্বের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদের হিট লিস্টের ‘এক নম্বরে’। ২০২০ সালের ৩ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী দ্বারা হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

ইরানি মুখপাত্র বলেন, জেনারেল কাসেম সোলাইমানির তার কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয় জয় করেছিলেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

বাকায়ি এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানান, সমসাময়িক বিশ্বে যুদ্ধাস্ত্র এবং বোমার ওপর জেনারেল সোলাইমানি হৃদয়ের সেনাপতি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।

কাশেম সোলাইমানি মূলত সিরিয়া ও ইরাক যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের জন্য দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছিলেন। সেসময় তিনি ‘সারুল্লাহ’ গ্রুপের নেতৃত্ব দেন। ওই যুদ্ধে তার অবদানের প্রশংসা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ।

ইরানি মুখপাত্র বলেন, বীর কমান্ডাররা অঞ্চল জয়ের জন্য পরিচিত নয়, কিন্তু মানুষের হৃদয় জয় করার জন্য তাদের অর্জন চিরকাল স্থায়ী হবে।

তেহরানের আঞ্চলিক শত্রু সৌদি আরব ও ইসরাইলের মাথাব্যথার কারণ ছিলেন কাশেম সোলাইমানি। ইরান-ইরাক যুদ্ধের সময় তার বীরত্বপূর্ণ অবদান সবার নজরে আসে। গত ২০ বছরে বহুবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরবের বিভিন্ন সংগঠন তাকে হত্যার চেষ্টা চালায়। তবে, প্রতিবারই তিনি প্রাণে বেঁচে যান। তবে শেষ পর্যন্ত ২০২০ সালে মার্কিন কৌশলের কাছে পরাস্ত হন তিনি।

২০১১ সালে গৃহযুদ্ধের কারণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বারবার পরাজয়ের মুখে পড়লে, তার সমর্থনে এবং ইরানের বাইরে অভিযানের দায়িত্ব নেয় কাশেম সোলাইমানির কুদস বাহিনী। দায়িত্ব নিয়েই তিনি সফলভাবে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ও ইরাকের ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করেন।

ইরানি মুখপাত্র প্রয়াত কমান্ডারকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মহান নায়ক হিসেবেও অভিনন্দন জানান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App