১ জানুয়ারি ২০২৫ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১০:২২ পিএম

ছবি ; সংগৃহীত
বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোর গুরুত্বপূর্ণ তথ্য ভোরের কাগজের পাঠকদের জন্য সংক্ষেপে তুলে ধরা হলো-
বর্ষবরণের বর্ণিল আয়োজন, ২০২৫ সালকে স্বাগত জানাল বিশ্ব
২০২৪ সালকে বিদায় জানিয়ে আতশবাজি, আলোর ঝলকানি এবং প্রার্থনার মাধ্যমে ২০২৫ সালকে বরণ করেছে বিশ্ববাসী। নতুন বছর শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশায় মেতেছে সবাই। ভৌগোলিক অবস্থানের কারণে সবার আগে নতুন বছর উদযাপন শুরু করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্বের নানা প্রান্তে জমকালো আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
ভারতে ধর্মীয় সহিংসতা বন্ধে আবেদন খ্রিষ্টান নেতাদের
ধর্মীয় সহিংসতা বন্ধে ৪০০ জনেরও বেশি জ্যেষ্ঠ খ্রিষ্টান নেতা এবং ৩০টি চার্চের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় নিহত ১০
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে গাড়িচাপায় ১০ জন নিহত হয়েছেন এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এখনো নির্দিষ্ট সময় জানায়নি।
ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা
ইতালির মিলানে জনাকীর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ করেছে সরকার। ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা করা হবে। অনেক নাগরিক নতুন নিয়ম মেনে নিতে না পারলেও এটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
রাশিয়া-ইউক্রেন গ্যাস সরবরাহ চুক্তি শেষ
ইউক্রেন হয়ে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। পরিবহন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এটি কার্যকর হয়।
দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয় শোক, নববর্ষ উদযাপন বাতিল
দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। নববর্ষের সব আয়োজন বাতিল করে ৪ জানুয়ারি পর্যন্ত শোক পালনের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
ভারতে মা ও চার বোনকে হত্যা
ভারতের লক্ষ্ণৌতে নববর্ষের দিন নিজের মা ও চার বোনকে হত্যা করেছে এক ব্যক্তি। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত
নববর্ষের দিন গাজার জাবালিয়া এবং আল বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বাংলাদেশি অনুপ্রবেশে সহায়তায় তিন ভারতীয় গ্রেপ্তার
ভারতে বাংলাদেশিদের আধার কার্ড তৈরির অভিযোগে পশ্চিমবঙ্গে তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে।
নতুন বছরে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি
২০২৫ সালের শুরুতে বিশ্বের জনসংখ্যা দাঁড়িয়েছে ৮০৯ কোটিতে। গত বছরে জন্ম নেয়া ৭ কোটি ১০ লাখ শিশুর তথ্য যুক্ত হয়েছে এই পরিসংখ্যানে।