বছরের প্রথম দিনে বিশ্বে জনসংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০৯ কোটি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
অতিক্রম করলো আরো একটি বছর। বিদায়ী বছরটিতে বিশ্বের জনসংখ্যার প্রাকৃতিক গতিশীলতায় যুক্ত করেছে আরো ৭ কোটি ১০ লাখ মানুষ। মার্কিন জনশুমারি অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের পহেলা জানুয়ারি বিশ্বের জনসংখ্যা দাঁড়ানোর কথা ৮০৯ কোটিতে।
মার্কিন বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে জানা যায়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে জনসংখ্যা বৃদ্ধির হার সামান্য কমেছে। বিদায়ী বছরে এই হার ছিল শূন্য দশমিক ৯ শতাংশ। নতুন বছরে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে ৪ দশমিক ২ জন শিশুর জন্ম এবং ২ দশমিক শূন্য জনের মৃত্যু হতে পারে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে জনসংখ্যা বেড়েছে প্রায় ২৬ লাখ। জানুয়ারির প্রথম দিনে দেশটির মোট জনসংখ্যা দাঁড়াতে পারে ৩৪ কোটি ১০ লাখে।