যে কারণে উপহার দিয়ে বিতর্কে পুণের বার

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

ছবি : সংগৃহীত
বর্ষবরণের রাতে যে অতিথিরা আসবেন, তাদের সকলকে কন্ডোম এবং ওআরএসের প্যাকেট উপহার দেয়ার কথা ঘোষণা করে বিতর্কে জড়িয়েছিল পুণের একটি বার। বিষয়টি নিয়ে চাপানউতর শুরু হতেই বর্ষবরণের অনুষ্ঠানই বাতিল করে দিলেন বার কর্তৃপক্ষ। ওই বারের বিরুদ্ধে ইতোমধ্যেই পুণের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে মহারাষ্ট্রের প্রদেশ যুব কংগ্রেস।
বারের কর্তৃপক্ষের বক্তব্য, কন্ডোম উপহার দেয়া কোনো অপরাধ নয়। এ ক্ষেত্রে তাদের যুক্তি, নবীন প্রজন্মের মধ্যে সচেতনতার পাঠ দিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার রাতে ইংরেজি নতুন বছর উদ্যাপন করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বারের কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কয়েক জনকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের আগাম উপহার হিসাবে দেয়া হয় কন্ডোম এবং ওআরএস।
পুলিশের কাছে বারের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মহারাষ্ট্রের প্রদেশ যুব কংগ্রেসের এক নেতা বলেন, “আমরা বারেরর বিরুদ্ধে নই। কিন্তু ব্যবসার জন্য যুবকদের আকৃষ্ট করার এই পদ্ধতি পুণে শহরের ঐতিহ্যবিরোধী। আমরা পুলিশকে বারের কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলেছি।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর বার কর্তৃপক্ষের বক্তব্য, কন্ডোম উপহার দেয়া কোরো অপরাধ নয়। এ ক্ষেত্রে তাদের যুক্তি, নবীন প্রজন্মের মধ্যে সচেতনতার পাঠ দিতেই এই সিদ্ধান্ত। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হওয়ার পর পুলিশের এক আধিকারিক নীলকান্ত জগতপ জানান, আমন্ত্রিতদের সুরক্ষার পাঠ দিতে একটি হেলমেট এবং একটি ব্যাগ উপহার দিয়েছিলেন বার কর্তৃপক্ষ। সেই ব্যাগের ভিতরেই ছিল কন্ডোম এবং ওআরএস। আমন্ত্রিতের সংখ্যা ৪০ ছিল বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
পুলিশের তরফে আরো জানানো হয়েছে, তারা ইতোমধ্যেই নোটিস দিয়ে বারের কর্তৃপক্ষের জবাব তলব করা হয়েছে।