জেফ বেজোস ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, অতিথি যারা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ এএম

ছবি : সংগৃহীত
অ্যামাজনের মালিক ব্যবসায়ী জেফ বেজোস ও সাংবাদিক লরেন ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। বছরের শেষ দিকে এসে বিয়ে করছেন বিশ্বের ধনী ব্যক্তি জেফ। তাদের দীর্ঘ ৮ বছরের প্রেমের সম্পর্ক। সেই প্রেম পরিণয়ে রূপ দিচ্ছেন বিয়েতে। দীর্ঘদিনের প্রেমিকা ও বান্ধবী লরেন সানচেজকে বিয়ে করছেন বিশ্বের এই দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি।
প্রেমিকা লরেন সানচেজ পেশায় একজন সাংবাদিক, উপস্থাপক, অভিনেত্রী ও একজন পাইলট।
বিয়ের আসর বসবে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহরে। যদিও বিয়ে ও বড়দিন উদযাপন নিয়ে এরই মধ্যে বিশেষ গোপনীয়তা বজায় রেখেছেন বেজোস ও সানচেজ জুটি। বিয়ের তারিখ প্রকাশের আগে একাধিকবার নানা গুঞ্জন উঠেছিল তাদের নিয়ে।
৫৫ বছর বয়সি লরেন আর ৬০ বছর বয়সি বেজোসের বিয়ের আগে চলবে দুইদিনব্যাপী প্রাক-প্রস্তুতি উৎসব। আমন্ত্রিত অতিথির সংখ্যা ১৮০ জন। অতিথির মধ্যে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, জর্ডানের রানি কুইন রানিয়া ও হলিউডের রোমান্টিক সিনেমা ‘টাইটানিক’-র নায়ক লিওনার্দো ডিকাপ্রিও প্রমুখ।
সূত্র জানায়, লরেনের জন্যই ২০১৯ সালের মাঝামাঝিতে স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে ২৫ বছরের সংসারে ইতি টানেন জেফ। তাই আরাধ্য প্রেমিকাকে বিয়েতে ৬০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার কোটি টাকারও বেশি খরচ করছেন এ ধনকুবের।
আশা করা যাচ্ছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিলাসবহুল বিয়ের পর অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিয়ে তাক লাগিয়ে দেবে বিশ্ব অঙ্গন।