×

আন্তর্জাতিক

ওমরাহ পালন করলেন টিকটক তারকা খাবি লেম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

ওমরাহ পালন করলেন টিকটক তারকা খাবি লেম

ছবি : সংগৃহীত

   

বিশ্বের অন্যতম জনপ্রিয় টিকটক তারকা খাবি লেম সম্প্রতি সৌদি আরবে ওমরাহ পালন করেছেন। এ সময় তিনি কাবার সামনে দাঁড়িয়ে তার ইনস্টাগ্রামে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন। খাবি লেম তার পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি শুধু আমার স্রষ্টাকে ধন্যবাদ দিতে চাই। তিনি আমাকে সবকিছু দিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আমার স্বপ্নে অবিরত থাকার এবং বিশ্বাস করার শক্তি দিয়েছেন। 

রবিবার (২২ ডিসেম্বর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর প্রকাশ করেছে। খাবি লেম আরো বলেন, আমি জীবনে অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছি। যখন সবকিছু অসম্ভব বলে মনে হয়েছে, তখন আমার বিশ্বাসই আমাকে দাঁড় করিয়েছে। ধন্যবাদ, আল্লাহ, আমার একমাত্র ভরসা হওয়ার জন্য।

খাবি লেম আগেও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি একজন অনুশীলনকারী মুসলিম এবং উল্লেখযোগ্যভাবে, একজন হাফেজে কোরআন। ইতালীয় একটি মিডিয়া আউটলেটে দেয়া সেই সাক্ষাৎকারে ২২ বছর বয়সি এই সোশ্যাল মিডিয়া তারকা বলেছিলেন, হ্যাঁ, আমি মুসলিম, একজন অনুশীলনকারী মুসলিম। আর কী বলবো জানি না।

এছাড়া, খাবি লেম তার জীবনের শৈশবকালীন ঘটনা সম্পর্কে জানান যে, তিনি সেনেগালের ডাকারে একটি কোরআনিক স্কুলে পড়াশোনা করেছেন এবং পবিত্র কোরআন মুখস্ত করেছেন। মাত্র এক বছর বয়সে খাবি তার পরিবারসহ ইতালিতে চলে আসেন। 

খাবি লেম বর্তমানে টিকটকের সবচেয়ে বড় তারকা। ২০২৪ সালের প্রথমার্ধে তার ফলোয়ার সংখ্যা ১৬২ মিলিয়নের বেশি, যা তাকে টিকটকের শীর্ষে বসিয়েছে। তার কাছ থেকে ৭ মিলিয়ন কম ফলোয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন চার্লি ডি’আমেলিও। খাবি লেম তার টিকটক ভিডিওগুলোতে দুটি হাত দিয়ে বিশেষ ভঙ্গি করে বিভিন্ন লাইফ হ্যাকের ব্যঙ্গ করেন। এই ধরনের ভিডিওগুলোর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন, যেখানে তিনি সাধারণত কোনো কথা বলেন না, বরং তার অঙ্গভঙ্গি ও বার্তার মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়ে থাকেন।

গত বছর ফোর্বস টপ ক্রিয়েটর তালিকায় ১১তম স্থান লাভ করেন খাবি লেম। তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এবং তিনি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App