বার্ড ফ্লু মহামারির হুমকি: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভাইরাস

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বার্ড ফ্লু একটি নতুন মহামারির ঝুঁকি সৃষ্টি করতে পারে। সম্প্রতি ভাইরাসটি যুক্তরাষ্ট্রে গাভীর মধ্যে ছড়িয়ে পড়ার পাশাপাশি মানুষের মধ্যে সংক্রমণ ঘটেছে। সেই সঙ্গে নতুন রূপ ধারণ করতে শুরু করেছে। এই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে, বিশেষত যখন বিশ্বব্যাপী ভাইরাসটির প্রভাব বৃদ্ধি পাচ্ছে।
বার্ড ফ্লুর এইচফাইভএনওয়ান ভ্যারিয়েন্টটি প্রথম ১৯৯৬ সালে চীনে শনাক্ত হয়েছিল, তবে গত চার বছরে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এমনকি অ্যান্টার্কটিকার মতো জনশূন্য অঞ্চলেও ভাইরাসটি পৌঁছে গেছে। বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা (এএফপির মাধ্যমে) জানিয়েছে, ২০২১ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩০ কোটি মুরগি মারা গেছে বা সংক্রমিত হয়েছে। পাশাপাশি, ৩১৫টি বিভিন্ন প্রজাতির বন্য পাখি ৭৯টি দেশে মারা গেছে।
এছাড়া, সিলের মতো স্তন্যপায়ী প্রাণি যারা সংক্রামিত পাখি খেয়েছে, তাদের মধ্যে ব্যাপক মৃত্যুর হার দেখা গেছে। মার্চ মাসে, ভাইরাসটি নতুনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়াতে শুরু করে, যেখানে এটি গরুদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, চলতি বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫৮ জন মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে এমন দু'জন রয়েছেন যারা সংক্রামিত প্রাণির সংস্পর্শে আসেননি।
গবেষকরা সম্প্রতি মিশিগান এবং কলোরাডোতে পরীক্ষা করা ১১৫ জনের মধ্যে ৮ জনের দেহে বার্ড ফ্লুর অ্যান্টিবডি পেয়েছেন, যা ৭ শতাংশ সংক্রমণের হারকে নির্দেশ করছে। এটি আরও একবার প্রমাণ করে যে, ভাইরাসটি মানবদেহে ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মহামারি বিশেষজ্ঞ মেগ শেফার এএফপিকে জানিয়েছেন, "এভিয়ান ফ্লু আমাদের দরজায় কড়া নাড়ছে এবং যে কোনও দিন একটি নতুন মহামারি শুরু হতে পারে।" গত মাসের শেষের দিকে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বার্ড ফ্লু মহামারি সম্ভবত ইতিহাসের সবচেয়ে প্রত্যাশিত বিপর্যয়গুলোর মধ্যে একটি হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে সজাগ রয়েছে, তবে এই ভাইরাসের অগ্রগতি এবং মানবশরীরে এর সংক্রমণ চিহ্নিত হওয়া মহামারি শুরুর আশঙ্কাকে আরও প্রকট করে তুলছে।