ভারতের হোটেল থেকে বাংলাদেশি আম্পায়ারের লাশ উদ্ধার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

ইসমাইল নজীব রাসেল, ছবি: সংগৃহীত
বাংলাদেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজীব রাসেল আর নেই। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেছেন ৫২ বছর বয়সী
বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত এই আম্পায়ারের মৃত্যুর বিষয়টি সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা নিশ্চিত করেছেন।
রাসেলের মৃত্যু সম্পর্কে তিনি বলেন, ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ চলছিল। রাসেল বিশ্ব ব্যাডমিন্টনের প্যানেলের আম্পায়ার হওয়ায় ম্যাচ পরিচালনা করতে গিয়েছিল। আজ তার ম্যাচ ছিল। কোর্টে যখন সে আসছিল না, তখন আয়োজকরা হোটেলে যায়। রুম ধাক্কার পরও না খোলায় দরজা ভাঙা হয়। তখন তারা দেখেন রাসেল আর নেই।
বাংলাদেশের ব্যাডমিন্টনে রাসেল অত্যন্ত পরিচিত মুখ। ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্য তিনি। দৈনন্দিন জীবনেও তার দিনের অনেক সময় কাটে ব্যাডমিন্টনের বই পড়ে।
কিংবদন্তী ক্রীড়াবিদ ও ফেডারেশনের সহ-সভাপতি কামরুন নাহার ডানা জানিয়েছেন, যাওয়ার আগে বলল ডানা আপা ৮ ডিসেম্বর এসে পড়ব। এর একদিন আগেই দুনিয়া থেকে চলে গেল। পাঁচ-ছয় দিন পরই ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন। ওর ওপরই আমরা নির্ভরশীল ছিলাম। আন্তর্জাতিক যোগাযোগ রাসেলই করত মূলত। রাসেল ছাড়া ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন কল্পনাই করা যাচ্ছে না।