×

আন্তর্জাতিক

আরো ৭ মামলায় গ্রেপ্তার ইমরান খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ এএম

আরো ৭ মামলায় গ্রেপ্তার ইমরান খান

ছবি: এএফপি

   

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আরো সাতটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তার দল পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) তাকে সন্ত্রাসবাদবিরোধী আদালতে (এটিসি) হাজির করা হয়। সেখানে নতুন সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। খবর জিও টিভির।

বিক্ষোভে সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআইয়ের নেতাকর্মীদের আসামি করে এসব মামলা হয়েছে। গত নভেম্বরে পিটিআইয়ের বিক্ষোভে সহিংসতায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের তিন সদস্য নিহত হন। 

আরো পড়ুন: দাবা খেলায় যখন সৈন্য হেরে যায়, রানি তখন এগিয়ে আসেন

এদিকে, ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত, সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি, সাবেক রাষ্ট্রপতি আরিফ আলভি, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর এবং অন্যান্য ৯২ জনের জন্য জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

দলটির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাদের দলের অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভের ঘটনার পৃথক এক মামলায় ছয় দিনের রিমান্ড শেষে রবিবার ইমরান খানকে বিশেষ ওই আদালতে হাজির করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App