×

আন্তর্জাতিক

গাজায় আরো ৩ ইসরায়েলি সেনা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

গাজায় আরো ৩ ইসরায়েলি সেনা নিহত

ছবি: সংগৃহীত

   

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের আরো ৩ সেনা প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছে। এতে করে গত ১৩ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহত মোট ইসরায়েলি মোট সংখ্যা প্রায় ৮০০ জনে পৌঁছেছে।

সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। নিহত ইসরায়েলি সেনারা হলো- ক্যাপ্টেন ইয়োজেভ প্যাজি (২২), ইদান কেইনান (২১) ও নোয়াম এইতান (২১)। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষে এক ইসরায়েলি সেনা কর্মকর্তা ও দুজন সেনা সদস্য নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। 

এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত ৩ সেনা সদস্যই কেফির ব্রিগেডের ৯০তম ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই ৩ সেনার মৃত্যুসহ নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৭৯৯ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও ৫ হাজার ৩৬৫ ইসরায়েলি সেনা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত ৫ অক্টোবর থেকে উত্তর গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার নামে সেখানে অভিযান চালানোর পাশাপাশি এলাকাটি অবরোধ করে রেখেছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় দেড় মাস আগে হামলা শুরু হওয়ার পর থেকে উত্তর গাজায় ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App