এরদোগান-সৌদি যুবরাজের বৈঠক

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার (১১ নভেম্বর) বৈঠকটি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়। খবর: ডেইলি সাবাহর।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে তুরস্ক এবং সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলের হামলা থামানোর জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ইসলামী সহযোগিতা সংস্থার গৃহীত সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলোর গুরুত্ব তুলে ধরেছেন।
আরো পড়ুন: কয়েক দশকের দ্বন্দ্ব মিটাতে চায় ইরান ও সৌদি
সৌদি রাজধানী রিয়াদে সোমবার এক বিশেষ আরব-ইসলামী শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। যেখানে গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত মুসলিম দেশগুলো ইসরায়েলের কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট।
তিনি বলেন, ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধ রাখার প্রস্তাব দেন।