×

আন্তর্জাতিক

ফ্লোরিডাতে ডোনাল্ড ট্রাম্পের জয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৩১ এএম

ফ্লোরিডাতে ডোনাল্ড ট্রাম্পের জয়

ডোনাল্ড ট্রাম্প

   

টানা তৃতীয়বারের মতো এবারো নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ৩০টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। এতে অবাক হওয়ার কিছু নেই। তবে, এটি ডেমোক্র্যাটদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলোতে রিপাবলিকানরা ফ্লোরিডায় বরাবরই ভালো ফল করেছে। সর্বশেষ ২০১৮ এবং ২০২২ নির্বাচনেও রিপাবলিকানরা এই রাজ্যে জিতেছিল।  

প্রাথমিক বুথফেরত জরিপে অংশ নেয়া ভোটাররা গণতন্ত্র আর অর্থনীতির বিচার বিবেচনায় দুই প্রেসিডেন্ট প্রার্থীর প্রতি তাদের আস্থা রাখার যুক্তির কথা তুলে ধরেছিলেন। সেসব বিশ্লেষণে আরো নতুন তথ্য সামনে এসেছে। বিশেষ করে নিজের পকেটের চেহারার দিকে তাকিয়ে তারা বলছেন, কার আমলে কতটা ভালো ছিলেন, বিশেষ করে আর্থিক সুযোগ সুবিধার দিক থেকে। এই দুই পক্ষের মধ্যে বেশি ভোট টেনেছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বুথফেরত জরিপে অংশ নেয়া তিন চতুর্থাংশ ভোটার যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন বলে দাবি করেছেন-তারা বলছেন, তারা ও তাদের পরিবারের সদস্যরা ২০২০ সালের তুলনায় এখন জঘন্য অবস্থায় আছেন। ১০ জনের মধ্যে একজনের কম বলেছেন, এখন তারা ভালো আছেন। ২০২০ সালে ক্ষমতায় ছিলেন ধনকুবের ট্রাম্প। অপরদিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ব্যালটের মাধ্যমে সমর্থন জানানো ১০ জনের মধ্যে ৪ জন বলেছেন, তারা এখন ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। 

মূল্যস্ফীতির উত্তাপে কীভাবে ভুগতে হয়েছে তা নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মতের বিভেদও উল্লেখযোগ্য। ট্রাম্পকে ভোট দেয়া এক তৃতীয়াংশ বলছেন, মূল্যস্ফীতির কারণে তিনি ও তার পরিবার চরম দৈন্যের মধ্যে দিনাতিপাত করছেন। আর কমলাকে জয়ী করতে চাওয়াদের মধ্যে ১০ জনের একজন বলছেন তারা এখন উচ্চমূল্যের কারণে দুর্দিনে পড়েছেন।

দুই পক্ষের ভোটারদের মধ্যে, দুই তৃতীয়াংশ মনে করেন জাতীয় অর্থনীতি ‘খুব ভালো নেই’ বা খারাপ; এর বিপরীতে ট্রাম্পের সমর্থকরা এ সূচকের সবচেয়ে খারাপ অপশনটিতে টিক দিয়েছেন। বুথফেরত জরিপে এর আগের তথ্য বলছিল, গণতন্ত্রের জন্য তারা কমলা হ্যারিসের পক্ষ নিয়েছেন। অপরদিকে অর্থনীতির কথা ভেবে ট্রাম্পকে বেছে নিতে ভোট দেয়ার কথা বলেন অন্যরা।

টাইমলাইন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App