মার্কিন নির্বাচনের ফলাফল জানা যাবে যখন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

ছবি : ভোরের কাগজ
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নেয়া শুরু হয়ে গেছে, তবে ফলাফল জানা নিয়ে কৌতূহল এখনো বিদ্যমান। নির্বাচন প্রক্রিয়ার জটিলতার কারণে, সুনির্দিষ্টভাবে বলা মুশকিল, কবে জানা যাবে নতুন মার্কিন প্রেসিডেন্টের নাম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, এক এক রাজ্যে এক এক সময় ভোট নেয়া শেষ হবে, তবে মার্কিন স্থানীয় সময় রাত ১১টা নাগাদ সব রাজ্যেই ভোট নেয়া শেষ হয়ে যাবে। হাওয়াই এবং আলাস্কা কিছুটা ব্যতিক্রম হতে পারে, কারণ সেখানে অন্য রাজ্যের চেয়ে কিছুটা দেরি হবে ভোট নেয়া শেষ হওয়ার সময়।
প্রথাগতভাবে, ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় রাত ১১টায় ভোট নেয়া শেষ হওয়ার পরপরই বেশিরভাগ ক্ষেত্রে জয়ের স্পষ্ট চিত্র দেখা যায়। তবে কিছু পর্যবেক্ষক মনে করছেন, এবারের নির্বাচনের ফল দ্রুত জানা যেতে পারে। আবার কারো দাবি, ফলাফল জানতে কয়েক ঘণ্টার পরিবর্তে কয়েক দিনও লেগে যেতে পারে।
ভোটের ফলাফল জানতে দেরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে পোস্টাল ব্যালট এবং অন্যান্য পদ্ধতির ভোট গণনা। ২০২০ সালের নির্বাচনে মিশিগানে এমনই এক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রথমদিকে জনপ্রিয় ভোটে এগিয়ে গেলেও, পরে জো বাইডেন তাকে পেছনে ফেলে জিতেছিলেন।
এই বছরেও এমন পরিস্থিতি হতে পারে, এবং ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়া পূর্ণাঙ্গ গণনা না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কিছুই করার থাকবে না।
এদিকে, ৫ নভেম্বর ভোর ৫টা থেকে ভার্মন্ট ও নিউ হ্যাম্পশায়ারের মতো পূর্ব উপকূলের কিছু রাজ্যে ভোট শুরু হয়েছে। কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেনটাকি, মেইন, নিউ জার্সি, নিউইয়র্ক এবং ভার্জিনিয়ায়ও ভোট নেয়া শুরু হয়েছে।