আকাশ থেকে ঘরে নেমে এলো ১০ কোটি টাকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৫:০০ পিএম

ছবি - ইন্টারনেট
তীব্র গতিতে বাড়ির ছাদে এসে পড়েছে এক উল্কাপিণ্ড। শুনলেই তো কতটা ভয়ংকর মনে হতে পারে। কিন্তু বরং সেটি আসলো ওই বাড়ির মালিকের জন্য আশির্বাদ হয়ে। সেটি বিক্রি করে কোটিপতি হয়ে গেলেন ওই বাড়ির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়।
জানা গেছে, ৩৩ বছর বয়সী জোসুয়া হুটাগালানগু নিজ বাড়িতে কাজ করছিলেন। হুট করেই আকাশ থেকে একটি বস্তু পড়লো। যা দেখে তিনি অবাক হয়েছিলেন। সেই বস্তুই তাকে ১০ কোটি টাকার মালিক বানিয়েছে। জোসুয়ার বাড়ির ওপর যে বস্তুটি পড়েছিল সেটি ছিল একটি উল্কাপিণ্ড। যা প্রায় ৪ বিলিয়ন বছরের পুরনো। এর বাজারে দাম ধরা হয়েছে ১০ কোটি টাকা।
উল্কাপিণ্ডটি তীব্র গতিতে তার ছাদে পড়ে। এরপর ছাদ ফুটে করে নিচে নেমে আসে এবং তার ঘরের মেঝের ভেতর প্রায় ১৫ সেমি ঢুকে যায়। এমন ঘটনায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলেন জোসুয়া। কিন্তু পরে এটি বিক্রি করে জোসুয়া পেয়েছে ১০ কোটি টাকা।
এটি খুব বিরল প্রজাতির উল্কা। তাই এর ওজনের প্রতি গ্রামে দাম ধরা হয়েছে ৮৫৭ ডলার। জোসুয়া জানিয়েছেন, প্রথম যখন এটি পড়ে, তখন মারাত্মক গরম ছিল কিন্তু পরে এটি ঠাণ্ডা হয়ে যায়।