গাজায় ৩ ইসরায়েলি সেনা নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম

ছবি: সংগৃহীত
উত্তর গাজার জাবালিয়া এলাকার একটি হাসপাতালে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অভিযান চালাতে গেলে তিন ইসরায়েলি সেনা নিহত হয়।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আস্তানা দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ হাসপাতালটিতে হামলা চালাতে গেলে প্রতিরোধ যোদ্ধারা তাদের রুখে দেয়। খবর টাইমস অব ইসরায়েলের।
আইডিএফ শুক্রবার গাজাজুড়ে ব্যাপক হামলা ও অভিযান চালিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত ইসরায়েলের সেনারা হলো- বারাক ইসরায়েল সাগান (২২), সার্জেন্ট ইডো বেন জাভি (২১) এবং সার্জেন্ট হিল্লেল ওভাদিয়া (২২)।
নিহত তিনজনই ৪৬০তম আর্মার্ড ব্রিগেডের ১৯৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। শুক্রবার ভোরে উত্তর গাজার জাবালিয়াতে ওই তিনজন যে ট্যাঙ্কে ছিল তার ওপর শক্তিশালী বোমা হামলা চালায় হামাস যোদ্ধারা। এতে এটি বিস্ফোরিত হয়ে ট্যাঙ্কের ৩ সেনা নিহত এবং অন্য এক সেনা আহত হয়।
এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে গিয়ে ইসরায়েল ৩৬১ সেনা হারাল।