গাজায় ইসরায়েলি অভিযানে কি হামাস নেতা সিনওয়ার নিহত? রহস্য ঘনীভূত!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পিএম

হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ার। ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নিয়মিত সামরিক অভিযানে হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ার নিহত হয়েছেন কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দুইটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, গাজা শহরের একটি ভবনের কাছে সশস্ত্র ৩ জন হামাস যোদ্ধার সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরায়েলি সেনারা।
সংঘর্ষের পর সেনারা একটি মৃতদেহ খুঁজে পায়, যা সিনওয়ারের মতো দেখতে ছিল। এরপর দ্রুত বিষয়টি সিনিয়র কমান্ডারদের কাছে জানানো হয়। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলি মৃতদেহটির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা চালাচ্ছে। খবর সিএনএনের।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা এ বিষয়ে তদন্ত করছে এবং হামাস নেতা সিনওয়ারের মৃত্যু সম্পর্কে সন্দেহের তদন্ত করছে। ২০১৭ সাল থেকে হামাসের গাজা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াহইয়া সিনওয়ার। তার নেতৃত্বে হামাস ইসরায়েলের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এবং সশস্ত্র আক্রমণে অংশ নিয়েছে।
আরো পড়ুন: সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় নিহত ১০
এখন পর্যন্ত ঘটনার বিস্তারিত জানা যায়নি, তবে এটি একটি চলমান ঘটনা এবং ইসরায়েলি সরকার জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আরো তথ্য প্রকাশ করা হবে। এটি একটি দ্রুত আপডেটেড সংবাদ এবং আমরা এই ঘটনাটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অপেক্ষা করছি।