×

আন্তর্জাতিক

গাজায় মানবিক সহায়তায় বাধা দিলে সামরিক সহায়তা কমাবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৯:২৫ এএম

গাজায় মানবিক সহায়তায় বাধা দিলে সামরিক সহায়তা কমাবে যুক্তরাষ্ট্র

ছবি: বিবিসি

   

গাজায় মানবিক সহায়তা বাড়ানোর জন্য ইসরায়েলকে ৩০ দিনের সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্র। সময়মতো এ নির্দেশ না মানলে ইসরায়েলের সামরিক সহায়তা কমানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন। এ বিষয়ে একটি চিঠি ইসরায়েলি সরকারের কাছে পাঠানো হয়েছে, যা মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে। চিঠিটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন স্বাক্ষরিত।

চিঠিতে বলা হয়েছে, গত মাসে ইসরায়েল গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে প্রায় ৯০ শতাংশ মানবিক চলাচল বাধাগ্রস্ত করেছে, যা মানবিক পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে। এছাড়া ইসরায়েলি সামরিক অভিযানে অসংখ্য বেসামরিক মানুষের মৃত্যু ঘটেছে। খবর বিবিসির।

চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ১.৭ মিলিয়ন ফিলিস্তিনি বর্তমানে আল-মাওয়াসি এলাকায় প্রচণ্ড ভিড়ের মধ্যে বসবাস করছেন, যেখানে অতিরিক্ত ভিড়ের কারণে ‘মারাত্মক সংক্রামক রোগ’ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। মার্কিন প্রশাসন বলেছে, ইসরায়েলি সামরিক অভিযান ওই এলাকার জীবনযাত্রার মানকে ব্যাপকভাবে সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

চিঠির মাধ্যমে ইসরায়েলকে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে বিশেষ পদক্ষেপ নিতে হবে। না হলে ইসরায়েলের জন্য মার্কিন সামরিক সহায়তা নীতি পরিবর্তিত হতে পারে। এ প্রসঙ্গে মার্কিন আইন উল্লেখ করে বলা হয়েছে, যারা মানবিক সহায়তা বিতরণে বাধা সৃষ্টি করে, তাদের সামরিক সহায়তা নিষিদ্ধ করার বিধান রয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই চিঠির বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছে এবং মার্কিন অংশীদারদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করবে।

এদিকে, গাজায় হামাস বিরোধী অভিযানে ইসরায়েল মার্কিন সমরাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গত এক বছর ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যে যুদ্ধে ইসরায়েল লিপ্ত, তাতে মার্কিন সরবরাহকৃত বিমান, বোমা এবং গোলাবারুদই প্রধান ভূমিকা রাখছে।

চিঠিতে ইসরায়েলকে বলা হয়েছে, সমস্ত ধরণের মানবিক সহায়তা বাড়ানোর জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্তত প্রতিদিন ৩৫০টি ট্রাকের মাধ্যমে খাদ্য এবং অন্যান্য সাহায্য গাজার ৪টি প্রধান ক্রসিং দিয়ে পৌঁছাতে হবে।

তবে ইসরায়েল দাবি করেছে, তারা গাজার উত্তরে কোনো সীমাবদ্ধতা আরোপ করছে না এবং সাহায্যের প্রবাহে কোনো বাধা দিচ্ছে না। বরং তারা হামাসকে সাহায্য চুরি করার জন্য অভিযুক্ত করেছে, যা হামাস অস্বীকার করেছে।

আরো পড়ুন: ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি আটকে দিচ্ছে

যুক্তরাষ্ট্রের এই নির্দেশনা প্রেক্ষাপটে, গাজায় মানবিক সহায়তার সংকট নিরসনে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিবিসি অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App