লেবাননে ত্রাণ পাঠালো সৌদি আরব

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:২৪ পিএম

ছবি: সংগৃহীত
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বিধ্বস্ত লেবাননে প্রথমবারের মতো ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সৌদি আরব। সৌদি আরবের সাহায্য সংস্থা ‘কেএস রিলিফ’ গত রবিবার (১৩ অক্টোবর) লেবাননে খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠায়।
সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই জরুরি ত্রাণ পাঠানো হয়েছে, যা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত লেবাননের জনগণকে সহায়তা করবে। আরব নিউজ জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ত্রাণবাহী একটি বিমান লেবাননের উদ্দেশে রওনা হয়েছে। বিমানটিতে ৪০ টনেরও বেশি খাদ্য ও চিকিৎসা সামগ্রী ছিল, এছাড়াও উদ্ধারকাজে সহায়তার জন্য একটি স্বেচ্ছাসেবক দল পাঠানো হয়েছে। খবর আনাদোলুর।
সৌদি আরবের দ্বিতীয় ত্রাণবাহী বিমানটি সোমবার সকালে আরো ৩০ টন ত্রাণ সামগ্রী নিয়ে লেবাননের উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।
‘কেএস রিলিফ’-এর প্রধান ডক্টর আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল-রাবিয়াহ জানান, সৌদি আরব সারা বিশ্বে মানুষের সহায়তায় এই ধরনের উদ্যোগ নিয়ে আসছে, এবং লেবাননেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে এবং ১৩ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। লেবাননের জনগণকে সহায়তায় সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, মিশর, জর্ডান, রোমানিয়া এবং ফ্রান্স ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।