×

আন্তর্জাতিক

৪ বার বিয়ে ভেঙে যায় রতন টাটার, কে ছিলেন প্রেমিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:২৪ এএম

৪ বার বিয়ে ভেঙে যায় রতন টাটার, কে ছিলেন প্রেমিকা

রতন টাটা

   
কোটিপতি ব্যবসায়ীদের প্রতি অনেক সময় একটা স্বভাবক্রোধ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে‌। ক্রোধের বিষয় এই যেন মানুষকে নিষ্পেষণ করেই তারা বড়লোক হয়েছেন। কিন্তু রতন টাটার ব্যক্তিত্ব, মানবিকতা আর পাঁচজন ব্যবসায়ীর থেকে উঁচু স্থানে পৌঁছে দিয়েছে তাঁকে। একজন সফল ও বিশ্বের প্রথম সারির ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ তাকে মানুষ হিসেবেই দেখেছে। তবে এই মানুষটির ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ বহু মানুষের। এত পরোপকারী ও (প্রায়) অজাতশত্রু যিনি, তার কি কোনো মনের মানুষ ছিলেন? কোনো নারীকে ভালোবেসেছিলেন টাটা গ্রুপের সর্বেসর্বা এই ব্যক্তি? কেনই বা ভালবাসা সত্ত্বেও চিরকাল অবিবাহিত থেকে গেলেন?

উপরের প্রশ্নগুলি বারবার উঠেছে। এবং এর উত্তরও দিয়েছেন রতন টাটা। তার বিয়ে না করার কারণ তিনি সাক্ষাৎকারে বলেছেন। তবে তার থেকেও বেশি উল্লেখ্য তাঁর প্রেমের কথা। তার জীবনেও প্রেম এসেছিল। তিনিও ভালোবেসেছিলেন এক নারীকে। তার প্রথম প্রেম ছিল এক মার্কিনি কন্যার সঙ্গে। তখন রতন টাটা কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য নিয়ে পড়ছেন। সেখানেই গভীর সম্পর্কে ছিলেন ওই মেয়েটির সঙ্গে। তখন ১৯৬০ সাল। ১৯৬২ সালে রাজনৈতিক পরিস্থিতি বদলে গেল। ভারত ও চিনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব যুদ্ধের আকার নিল। রতন টাটা দেশ ও পরিবারের কথা ভেবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়লেন। ভেবেছিলেন তার প্রেমিকা তার সঙ্গে আসবেন। কিন্তু মেয়ের বাবা-মা নারাজ। বিয়ে দিয়ে ভারতে মেয়েকে পাঠাতে চান না তারা। সম্পর্ক সেখানেই ভেঙে যায়। এরপরেও প্রেম এসেছিল তার জীবনে‌‌।

২০১১ সালে একটি সাক্ষাৎকারে রতন টাটা বলেন, তার জীবনে চারবার বিয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল‌। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে পিছিয়ে আসতে হয় তাকে। এরমধ্যে একটি ক্ষেত্রে তার ঠাকুমাও জড়িত ছিলেন। শেষ পর্যন্ত আর বিয়ে করা হয়নি টাটা গ্রুপের প্রধান ব্যক্তিটির। তবু তার এক প্রেমের কথা আজও অনেকের মুখে মুখে ঘোরে। সেই প্রেম ছিল ষাটের দশকের এক অভিনেত্রীর সঙ্গে। ষাটের দশকের সেই অভিনেত্রীর সঙ্গে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল সম্পর্ক। কিন্তু বিয়ে হয়নি। 

পরে অভিনেত্রী অন্য একজনকে বিয়ে করে নেন। সে সম্পর্ক বেশি দিন টেঁকেনি। তিনি সিমি গারেওয়াল, সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র অন্যতম অভিনেত্রী। সিমি গারেওয়ালও ঘটনাচক্রে একাই জীবন কাটিয়েছেন। কোনো সম্পর্কই তার টেঁকেনি। তবে রতন টাটার সম্পর্কে শ্রদ্ধাপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল তাঁর মুখে‌। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘রতন টাটা সত্যিকারের জেন্টলম্যান। টাকা তার জীবনে কখনই আসল বিষয় নয়। এমন মানুষ এত বড় একটি ব্যবসায়ী পরিবারে খুঁজে পাওয়া দুর্লভ।’ তার ব্যক্তিত্বের পাশাপাশি হিউমরের প্রশংসাও করেছিলেন তিনি। এও শোনা যায়, তিনি ও রতন টাটা দীর্ঘ সময় কাটিয়েছেন‌‌।

সিমি গারেওয়াল-রতন টাটা
কিন্তু ওই যে, সময় শেষ কথা বলে। তাই সময়ই শেষ কথা বলে দিয়ে গিয়েছিল। পরিস্থিতির জেরে আর সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ক্ষুণ্ণ হয়নি। রতন টাটার প্রয়াণের পর আজ এ কথা বলাই যায়, বিয়ে না হলেও ‘প্রেমিকা’র ভালবাসার অনুভূতি চিরকাল তাঁর সঙ্গী ছিল। শুধু ‘প্রেমিকা’ কেন? কোটি কোটি সাধারণ মানুষের ভালোবাসা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর সঙ্গী ছিল। বিশ্বাস করতে ভালো লাগে — আগামীদিনেও এই ভালোবাসা তার স্মৃতির সঙ্গী হবে!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App