×

আন্তর্জাতিক

বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ রয়েছে: মিলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৮:৩০ এএম

বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ রয়েছে: মিলার

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি: সংগৃহীত

   

‘আমরা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি এবং এসব ইস্যুতে অগ্রগতি নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রয়েছে।’—মঙ্গলবার (৮ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন মিলার। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, এবং রোহিঙ্গা শরণার্থীর সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের উত্তরে ম্যাথিউ মিলার বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে আলোচনা করেন। আমরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।’

প্রসঙ্গত, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের বৈঠকে আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গও উঠেছিল, তবে এই বিষয়ে আরো কিছু বলার মতো নির্দিষ্ট কিছু আপাতত নেই।’

আরো পড়ুন: ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্রের অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এই অবস্থান বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে তাদের স্থায়ী ভূমিকা বহাল রাখার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App