×

আন্তর্জাতিক

ইউক্রেনের ন্যাটো সদস্যপদ অসম্ভব: হাঙ্গেরির কড়া বার্তা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১০:০২ এএম

ইউক্রেনের ন্যাটো সদস্যপদ অসম্ভব: হাঙ্গেরির কড়া বার্তা!

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো। ছবি: সংগৃহীত

   

ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সম্ভব নয় এবং অধিকাংশ ন্যাটো সদস্য গোপন আলোচনা কিংবা ব্যক্তিগত কথোপকথনে এই মতের সাথে একমত। এমনটাই জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো। মঙ্গলবার (৯ অক্টোবর) হাঙ্গেরির সংবাদমাধ্যম ইনডেক্স-এর বরাত দিয়ে এ খবর জানায় তাস।

সিয়ার্তো বলেন, ‘হাঙ্গেরির অবস্থান পরিষ্কার, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সম্ভব নয়।’ তার মতে, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে। যে কেউ যুক্তিসঙ্গতভাবে বিষয়টি বিচার করলে এই বিপদ ডেকে আনতে চাইবে না।

হাঙ্গেরির শীর্ষ এই কূটনীতিক জানান, ন্যাটোর বেশিরভাগ সদস্য তার মতের প্রতি সমর্থন জানিয়ে ব্যক্তিগত কথোপকথনে একমত হন। তবে তারা এটি প্রকাশ্যে বলতে নারাজ।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকটের সমাধানে তার শর্তাবলী উপস্থাপন করেন। এতে ইউক্রেনকে ডনবাস ও নোভোরোসিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করার শর্ত দেয়া হয়েছিল। পাশাপাশি রাশিয়াভাষী নাগরিকদের অধিকার, স্বাধীনতা এবং স্বার্থ নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল। তবে কিয়েভ রাশিয়ার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে।

আরো পড়ুন: ইসরায়েলের সিজফায়ারের শর্ত: অস্ত্র ছাড়তে হবে হিজবুল্লাহকে

পুতিন পরে জানান, ইউক্রেনের পক্ষ থেকে রুশ সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে বড় ধরনের হামলার পর তিনি ইউক্রেন সরকারের সাথে আলোচনা করার সুযোগ দেখছেন না।

তাস অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App