×

আন্তর্জাতিক

ইসরায়েলে ১৭৫টি রকেট হামলা চালালো হিজবুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০৯ এএম

ইসরায়েলে ১৭৫টি রকেট হামলা চালালো হিজবুল্লাহ

ছবি: সংগৃহীত

   

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এক দিনে ১৭৫টি রকেট হামলা চালিয়েছে। রবিবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রকেট ছোড়া হয়।

ইসরায়েলের জনপ্রিয় সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর প্রতিবেদনে জানানো হয়েছে, নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে এসব রকেট ছোড়া হয়। তবে অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কিছু রকেট আঘাত হানলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের ১ বছর পূর্ণ হওয়ার পর, ৭ অক্টোবর থেকে হামাসও তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করেছে। এই অভিযানের মাধ্যমে ইসরায়েল হামাস ও হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দুর্বল করতে চায়।

ইরান সমর্থিত হিজবুল্লাহকে ধ্বংস করতে ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলকে হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ধরা হয়। ইসরায়েলি বাহিনীর এ অভিযানে গত প্রায় ২ সপ্তাহে ১ হাজার ২৫১ জন নিহত এবং ৩ হাজার ৬১৮ জন আহত হয়েছেন। এছাড়া ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েকজন শীর্ষ কমান্ডারও রয়েছেন।

আরো পড়ুন: গাজা ও লেবাননে হামলা জোরদার করলো ইসরায়েল

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের অভিযানের অংশ হিসেবে লেবাননের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানছে, যেখানে হিজবুল্লাহ তাদের রকেট ও অন্যান্য অস্ত্রশস্ত্র মজুদ করে রেখেছে। ইসরায়েলের দাবি, তারা এই অভিযানের মাধ্যমে হিজবুল্লাহর সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে পেরেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App