×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অর্ধশত ফিলিস্তিনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:১২ এএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অর্ধশত ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

   

গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ নিহতের এ সংখ্যা নিয়ে গত বছরের অক্টোবর থেকে চলা সংঘাতে মৃতের সংখ্যা প্রায় ৪১ হাজার ৯০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৯৭ হাজারেরও বেশি মানুষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, রবিবার (৬ অক্টোবর) ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন। গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের সন্ধানে উদ্ধারকাজ চালানো হচ্ছে। উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার কারণে।

গাজায় ইসরায়েলের এই হামলার ফলে উপত্যকাটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানাচ্ছেন, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংসপ্রায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই অবরুদ্ধ অঞ্চলে প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাবে মানবিক বিপর্যয় নেমে এসেছে গাজার বাসিন্দাদের ওপর।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইসরায়েল তা উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের টার্গেটে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অসংখ্য বেসামরিক স্থাপনা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক বিমান এবং স্থল হামলা শুরু করে। এর পর থেকেই অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের এই হামলায় গাজার প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়েছেন এবং জীবনযাত্রার মৌলিক উপকরণের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

আরো পড়ুন: যুদ্ধবিধ্বস্ত গাজায় নবজাতকদের যত্নে ধুঁকছে মায়েরা, মানবেতর জীবন

ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বর্বর ও অমানবিক আখ্যা দিয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App