×

আন্তর্জাতিক

হজ-ওমরাহ: যে ভিসায় পরিবর্তন আনল সৌদি সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৪:১০ পিএম

হজ-ওমরাহ: যে ভিসায় পরিবর্তন আনল সৌদি সরকার

ছবি: সংগৃহীত

   

সৌদি সরকার হজ ও ওমরাহ মৌসুমে অস্থায়ী কর্মীদের জন্য দেয়া ভিসা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মগুলো ২০২৫ সাল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বুধবার (২ অক্টোবর) সৌদির রাজধানী রিয়াদে মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো ভিসার মেয়াদ বৃদ্ধি। আগে অস্থায়ী কর্ম ভিসার মেয়াদ ছিল ৩ মাস, যা এখন বাড়িয়ে ৫ মাস ১১ দিন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সাল থেকে এই ভিসার মেয়াদ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে ২৫ জুলাই।

এছাড়া নতুন নিয়ম অনুযায়ী, সৌদিতে অস্থায়ী ভিসায় যারা কাজ করতে যাবেন, তাদের নিয়োগ অবশ্যই লিখিতভাবে হতে হবে। নিয়োগপত্রে উভয় পক্ষের— অর্থাৎ নিয়োগকর্তা প্রতিষ্ঠান এবং কর্মীর— স্বাক্ষর থাকতে হবে। মূলত কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তৃতীয়ত, অস্থায়ী কর্মীদের জন্য সৌদি দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করার সময় চিকিৎসা বিমার নথিপত্র জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই বিমা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অপরিহার্য বলে মন্ত্রীসভা মনে করছে।

মন্ত্রিসভার বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, যদি কোনো অস্থায়ী কর্মী ভিসার অপব্যবহার করেন বা আইন লঙ্ঘন করেন, তাহলে সৌদি সরকার তাদের কাছ থেকে অপরাধের মাত্রা অনুযায়ী ক্ষতিপূরণ আদায় করতে পারবে।

সৌদির বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন ভিসা সংস্কার সৌদির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব জ্বালানি নির্ভরতার বাইরে অন্যান্য খাতে গুরুত্ব দিচ্ছে, কিন্তু শ্রম ঘাটতির কারণে অর্থনীতির কাঙ্ক্ষিত গতি অর্জন সম্ভব হচ্ছে না। নতুন অস্থায়ী কর্ম ভিসা সেই সংকট অনেকটাই দূর করবে বলে তাদের বিশ্বাস।

আরো পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন

মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই নতুন নিয়মগুলো আগামী ১৮০ দিন পর থেকে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App