বিমান বাহিনীর হেলিকপ্টার জরুরী অবতরণ, যাত্রীরা অক্ষত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:৫৮ পিএম

ছবি: দ্য পায়োনিয়ার
ভারতের বিহারে একটি জলাবদ্ধ এলাকায় দেশটির বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। বৃস্পতিবার (৩ অক্টোবর) বিহারের মুজফফরপুর জেলায় এ ঘটনাটি ঘটে। কর্মকর্তাদের তথ্যমতে, হেলিকপ্টারটি একটি ত্রাণ অভিযান শেষে ডারভাঙ্গা থেকে ফিরছিল।
মুজফফরপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাকেশ কুমার জানান, হেলিকপ্টারটি জলাবদ্ধ এলাকায় অবতরণ করে। এটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সামগ্রী পরিবহন করছিল। খবর দ্য পায়োনিয়ারের।
তিনি আরো বলেন, হেলিকপ্টারটি অরুই ব্লকে জরুরি অবতরণ করে। সব যাত্রী ছিল ভারতীয় বিমান বাহিনীর কর্মী। পরে তাদেরকে স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে বের করে আনা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানিয়েছেন, ৪ জন যাত্রী নিরাপদ ও অক্ষত রয়েছেন। তবে সতর্কতার জন্য তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হেলিকপ্টারটি জরুরি অবতরণের সময় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি এবং সকলেই দ্রুত সময়ে উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছে দেশটির বিমান বাহিনী।
আরো পড়ুন: ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিলো ভারত, নেপথ্যে কী?
প্রসঙ্গত, বিহারের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম চলছে।