×

আন্তর্জাতিক

ইসরায়েলের বোমা হামলায় বৈরুতে নিহত ৬ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৭ এএম

ইসরায়েলের বোমা হামলায় বৈরুতে নিহত ৬ জন

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স

   

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে অন্তত ৬ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরের দিকে এই হামলা চালানো হয়, যা বৈরুতের বাচুরা এলাকায় আঘাত হানে। এটি লেবাননের পার্লামেন্ট ভবনের খুব কাছাকাছি ছিল, যা ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের সরকারের নিকটতম স্থানে চালানো প্রথম হামলা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের পাশাপাশি দক্ষিণের দাহিয়া এলাকায় আরো ৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যেখানে সম্প্রতি হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। দাহিয়া এলাকায় এ সপ্তাহে ১২টিরও বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনটিতে বলা হয়, গত বুধবার ইরান থেকে ইসরায়েলে ১৮০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সাথে হিজবুল্লাহর সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে ঢুকে তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বুধবারের সংঘর্ষে ৮ ইসরায়েলি সেনা নিহত হন, যা গত এক বছরে লেবানন সীমান্তে ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমরা ইরানের নেতৃত্বাধীন অক্ষশক্তির বিরুদ্ধে কঠিন যুদ্ধের মুখোমুখি। তবে আমরা একসঙ্গে আছি, এবং ঈশ্বরের সাহায্যে আমরা জয়ী হব।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণ ও মধ্যাঞ্চলে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। লেবাননের সরকার জানিয়েছে, প্রায় ১.২ মিলিয়ন লেবাননি নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দেশের দক্ষিণাঞ্চলের কয়েক ডজন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে এবং উত্তরের আওয়ালি নদীর কাছাকাছি আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের নেতাদের হত্যার প্রতিশোধ নিতেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, তবে নতুন কোন হামলা না হলে তারা আর প্রতিশোধ নেবে না। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে কঠোর প্রতিক্রিয়া দেয়ার হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে তিনি সমর্থন করবেন না এবং ইসরায়েলকে আঞ্চলিক উত্তেজনা নিরসনে ‘পরিমিত’ পদক্ষেপ নিতে বলেছেন।

আরো পড়ুন: ইরান-ইসরায়েল সংঘাত কোন দিকে যাচ্ছে

এই সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা তেলের উৎপাদন ও বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

রয়টার্স অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App