×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:৩৯ এএম

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত

ছবি: আলজাজিরা

   

গাজার বিরুদ্ধে ইসরায়েলি সামরিক হামলার ফলে প্রায় ৯০ শতাংশ অধিবাসী বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (২ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী গাজার দুটি স্কুলে হামলা চালায়, যেখানে বাস্তুহারা ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া হয়েছিল। এই হামলায় অন্তত ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

জাতিসংঘের তথ্যানুসারে, ইসরায়েলি বোমা বর্ষণের ফলে গাজা উপত্যকায় প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফলে মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, গাজা থেকে নিরবচ্ছিন্নভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদের ফলে মানবিক সংকট আরো ঘনীভূত হয়েছে। আগামী মৌসুমে বৃষ্টির কারণে এ অঞ্চলের পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)। খবর আল জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজায় হামাসের ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলা চালানো হয়েছে। তবে এটি যে হামাসের কমান্ড সেন্টার তা প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল।

অন্যদিকে, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল ঘোষণা করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয়া হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে ইসরায়েল-ইরান সংঘর্ষ সম্পর্কে প্রত্যাশিত শান্তি প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা না হওয়ায় সমালোচনা হচ্ছে। প্রার্থীরা সংঘাত নিরসনের বিষয়ে কোনো ইতিবাচক বার্তা দেননি।

আরো পড়ুন: ইরানের ৯০ ভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে

তেল উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল-জাজিরা অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App