×

আন্তর্জাতিক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, উদযাপন করছে ইরানিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:৫২ এএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, উদযাপন করছে ইরানিরা

ছবি: ইরনা

   

ইরানের বিভিন্ন শহরে মঙ্গলবার রাতে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি) সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশটির জনগণ রাস্তায় নেমে আসে। এই হামলাকে ইসরায়েলি অপরাধের জবাব হিসেবে দেখছে ইরানিরা। এ ঘটনার পরপরই তারা বিজয় উদযাপন ও সংহতি প্রকাশ করে।

তেহরানের বিভিন্ন অংশে জনসাধারণ ইরানি, লেবানিজ এবং ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে সমবেত হয়। তারা প্রতিরোধ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শীর্ষস্থানীয় নেতাদের, যেমন সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ এবং ব্রিগেডিয়ার জেনারেল কাসেম সোলেইমানির ছবি বহন করেন। এই নেতাদেরকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরকার হত্যা করেছে বলে তাদের বিশ্বাস।

তেহরানের ফিলিস্তিন স্কয়ারে জনগণের একটি বিশাল সমাবেশে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধমূলক পদক্ষেপের প্রতি দৃঢ় সমর্থন জানানো হয়। তারা ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু’ এবং ‘ইসরায়েলের মৃত্যু’ স্লোগান দিয়ে ইসরায়েল ও তার সমর্থকদের প্রতি নিজেদের ঘৃণা প্রকাশ করে।

আরদাবিলের বাসিন্দারাও রাস্তায় নেমে হামলায় সমর্থন জানায় এবং সমাবেশে যোগ দিয়ে আনন্দ প্রকাশ করে। তারা খুশি হয়েছিল যখন শুনেছিল যে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে থাকার পরেও, ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ইসরায়েলি সেনাবাহিনী ইরানের বুদ্ধিমত্তা ও সামরিক ক্ষমতার সামনে ভীত হয়ে পড়েছে। খবর ইরনার।

ইরানের পবিত্র শহর কোমেও একই সময়ে উদযাপন হয়। শহরের মসজিদ ও ঘরের ছাদ থেকে তকবির ধ্বনি শোনা যায়। রাস্তায় গাড়ি বহর বের হয়, যেখানে লোকজন ইরান, ফিলিস্তিন, লেবানন এবং ইসলামিক প্রতিরোধের প্রতীক সম্বলিত পতাকা বহন করে।

কোমের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে আইআরজিসির এই প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেন এবং তাদের সমর্থন জানান।

আরো পড়ুন: ইসরায়েলের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান

এছাড়া, ইরানের অন্যান্য শহর যেমন কেরমানশাহ, কুর্দিস্তান, গিলান, মাজান্দারান, কেরমান, সেমনান, মাশহাদ, শিরাজ, ইয়াসুজ, কাজভিন, তাব্রিজ, জানজান, আবাদান, আরাক এবং গুলিস্তানেও জনগণ এই সফল হামলা উদযাপন করে এবং র‍্যালির আয়োজন করে।

ইরনা অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App