×

আন্তর্জাতিক

লেবাননে বিমান হামলায় নিহত ৭২, আহত ৪০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ এএম

লেবাননে বিমান হামলায় নিহত ৭২, আহত ৪০০

ছবি: সংগৃহীত

   

লেবাননে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় নিহত হয়েছেন আরো ৭২ জন এবং আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি। এতে গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় মোট মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবারের হামলায় ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ৩৮ জন, পূর্ব বেকা উপত্যকায় ১২ জন এবং রাজধানী বৈরুতের আশেপাশের তিনটি শহরে আরো ২২ জনকে হত্যা করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এদিনের হামলায় প্রায় ৪০০ জন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি লেবাননের সীমান্তে মোতায়েন সেনাদের হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘মধ্যপ্রাচ্য এখন পূর্ণমাত্রার বিপর্যয়ের দিকে এগোচ্ছে।’ তিনি আরো সতর্ক করেছেন, যদি ইসরায়েল সংঘাত বাড়ায় তবে ইরান ‘সব উপায়ে’ লেবাননকে সমর্থন করবে।

বুধবার হামলার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় দেশটিতে মৃতের সংখ্যা ৬২০ ছাড়িয়েছে।

এদিকে, লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলের হামলার ফলে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আরো পড়ুন: ইসরায়েল-লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানিয়েছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কাজ করছে।

আলজাজিরা অবলম্বনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App