হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলের পাল্টা হামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

ছবি: সংগৃহীত
হিজবুল্লাহ দাবি করেছে, তারা বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে রকেট হামলা চালিয়েছে। এর প্রতিশোধে ইসরাইলও পাল্টা বিমান হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে। গত ১ বছরে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের এটিই সবচেয়ে গুরুতর পরিণতি।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করা রকেট তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো হয়েছে। এ সময় ইসরাইলের অর্থনৈতিক কেন্দ্র তেলআবিবে সতর্কতা সঙ্কেত বাজানো হয়। কিন্তু এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
ইসরাইলের সামরিক মুখপাত্র নাদাভ শশানি বলেছেন, হিজবুল্লাহ যে লক্ষ্যবস্তুতে রকেট নিক্ষেপ করেছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে এটি তেলআবিবের একটি আবাসিক এলাকার দিকে যাচ্ছিল।
এই সপ্তাহে ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহও ইসরাইলের দিকে শত শত রকেট নিক্ষেপ করেছে।
হিজবুল্লাহ মোসাদকে সম্প্রতি তাদের নেতাদের হত্যার জন্য দায়ী করেছে এবং দাবি করেছে, মোসাদের এক অপারেশন সম্প্রতি তাদের সদস্যদের যোগাযোগ যন্ত্রে বিস্ফোরক স্থাপন করে ৩৯ জনকে হত্যা করা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, সোমবার সকাল থেকে ইসরাইলের হামলায় অন্তত ৫৬৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫০ জন শিশু।
লেবাননে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অনেকেই স্কুল ও অন্যান্য ভবনে আশ্রয় নিচ্ছে। এছাড়া, বুধবার ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়া থেকে আসা একটি ড্রোন ইসরাইলি আকাশসীমায় প্রবেশের সময় সেটিকে আটকানো হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, লেবানন ধ্বংসের পথে। লেবাননের জনগণ, ইসরাইলের জনগণ এবং বিশ্বকে লেবাননকে গাজার মতো হতে দেয়া যায় না।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, লেবাননে চালানো হামলা হিজবুল্লাহকে দুর্বল করেছে এবং এ ধরনের হামলা আগামীতেও অব্যাহত থাকবে।
আরো পড়ুন: মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
আরো পড়ুন: মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের উত্তরের সীমান্ত নিরাপদ করার জন্য তাদের সামরিক বাহিনী ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে।