×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র প্রধান ইব্রাহিম কুবাইসি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ এএম

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র প্রধান ইব্রাহিম কুবাইসি নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র প্রধান ইব্রাহিম কুবাইসি। ছবি: সংগৃহীত

   

ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতের শহরতলী দাহিয়েতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে এই হামলায় কুবাইসিসহ হিজবুল্লাহর আরো ২ জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, বৈরুতের ওই হামলায় কুবাইসির সঙ্গে তার ২ সহচরও নিহত হয়েছেন, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়। এর আগে, সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেশ কিছু শহর ও গ্রামে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ৫৫৮ জন নিহত হন।

হিজবুল্লাহর পক্ষ থেকেও কুবাইসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইব্রাহিম কুবাইসি এবং তার ২ সহচর ‘জেরুজালেমের জন্য শহীদ হয়েছেন।’

কুবাইসি গত প্রায় ৪০ বছর ধরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং রকেট বিভাগের নেতৃত্ব দিয়েছেন। ২০০০ সালে ইসরায়েলের মাউন্ট ডোভ অভিযানে নেতৃত্ব দেন তিনি, যেখানে ৩ জন ইসরায়েলি সেনা অপহৃত ও পরে নিহত হন।

আরো পড়ুন: নেতানিয়াহুকে হিটলার বললেন এরদোগান

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব-সংঘাত দীর্ঘদিনের। তবে এটি আরো তীব্র হয় গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে, যার জের ধরে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ছোড়ে এবং ইসরায়েলও পাল্টা হামলা চালায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App