×

আন্তর্জাতিক

ইসরায়েলকে সন্ত্রাসের জন্য জবাবদিহি করতে হবে: মোহাম্মদ মুইজু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ এএম

ইসরায়েলকে সন্ত্রাসের জন্য জবাবদিহি করতে হবে: মোহাম্মদ মুইজু

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু

   

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু জাতিসংঘে দেয়া এক ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রমের জন্য তাদের জবাবদিহি করার। তিনি গাজার ওপর তেল আবিবের নির্বিচার বোমাবর্ষণকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার লঙ্ঘন বলে আখ্যা দেন।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কেবল পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানা ভিত্তিক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রকে মেনে নিতে পারে। খবর আনাদোলুর।

মুইজু বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা শুধু বিচারব্যবস্থারই নয়, আন্তর্জাতিক সিস্টেমেরও ব্যর্থতার উদাহরণ। গাজায় এতগুলো বেসামরিক মানুষের মৃত্যু আন্তর্জাতিক বিবেককে কাঁপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে লেবাননে ইসরায়েলি অভিযানের মাধ্যমে অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে সাংবাদিকদের ওপর নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনাকে বিশ্ব থেকে সত্য লুকানোর একটি নির্মম প্রচেষ্টা বলে উল্লেখ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। তিনি ফিলিস্তিনকে জাতিসংঘে আসন দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান।

ইসরায়েল গত বছরের ৭ অক্টোবর হামাসের ক্রস-বর্ডার হামলার পর থেকে গাজায় বর্বর হামলা শুরু করে। ইসরায়েলের অভ্যন্তরে চালানো ওই হামলায় অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি পাল্টা হামলায় গাজায় প্রায় ৪১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরো পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কাও ক্রমশ বেড়ে চলেছে।

আনাদোলু এজেন্সি অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App