×

আন্তর্জাতিক

লেবাননের বিস্ফোরণে কেরালার যুবকের নাম, তদন্তে চাঞ্চল্য!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ এএম

লেবাননের বিস্ফোরণে কেরালার যুবকের নাম, তদন্তে চাঞ্চল্য!

অভিযুক্ত রিনসন হোসে। ছবি: সংগৃহীত

   

লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত পেজার বিস্ফোরণের তদন্তে উঠে এসেছে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের নাম, যিনি বর্তমানে নরওয়ের নাগরিক। তার নাম রিনসন হোসে। কেরালার ওয়ানাডের বাসিন্দা রিনসন উচ্চশিক্ষার জন্য নরওয়ে গিয়েছিলেন এবং বর্তমানে তিনি নরওয়ের নাগরিক ও একটি কোম্পানির মালিক।

পেজার বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিহত এবং প্রায় ৩ হাজার জন আহত হন। তদন্তে জানা যায়, হোসে বুলগেরিয়ার একটি কোম্পানির মালিক, যেটি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে পেজার সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহ তাইওয়ানের একটি প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলো থেকে পেজার কিনেছিল, তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পেজারের সাপ্লাই চেইনে হস্তক্ষেপ করে প্রতিটি ডিভাইসে অল্প পরিমাণ বিস্ফোরক যুক্ত করে দেয়।

গোল্ড অ্যাপোলো এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পেজারগুলো তৈরি করেছে হাঙ্গেরির বুদাপেস্টভিত্তিক বিএসি কনসাল্টিং কেএফটি নামের একটি কোম্পানি। বুলগেরিয়ার নিরাপত্তা সংস্থা জানায়, তারা এই বিস্ফোরণে ব্যবহৃত পেজারগুলোর উৎপাদন বা রফতানির কোনো প্রমাণ পায়নি।

হোসের প্রতিষ্ঠিত নর্টা গ্লোবাল নামে কোম্পানিটি ২০২২ সালে বুলগেরিয়ায় নিবন্ধিত হয়। কোম্পানিটি জানায়, তারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নয়। নরওয়ের পুলিশ জানিয়েছে, তারা প্রাথমিক তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন: ইসরায়েলের গভীরে বড় হামলা হিজবুল্লাহর

রিনসন হোসের লিংকডইন পেজ থেকে জানা যায়, তিনি নরওয়ের ডিএন মিডিয়ার কাস্টমার কেয়ারে কাজ করেছেন। তবে বর্তমানে তিনি বিদেশ সফরে রয়েছেন এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। তারা বলেন, ‘রিনসন এমন কিছু করতে পারেন, তা আমরা বিশ্বাস করি না।’

আইএএনএস অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App