মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর যা বললেন মোদি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ এএম

মাহমুদ আব্বাস ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি গাজা অঞ্চলের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করে জানান, ‘নিউইয়র্কে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। ফিলিস্তিনের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরো জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে।’ খবর হিন্দুস্থান টাইমসের।
প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও এক্স-এ এক পোস্টে জানান, প্রধানমন্ত্রী মোদি গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে ৩ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিউইয়র্কে পৌঁছানোর আগে তিনি ডেলাওয়্যারের উইলমিংটনে কোয়াড নেতাদের সম্মেলনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর ইসরায়েলও গাজায় পালাটা হামলা শুরু করে। এর ফলে অঞ্চলটিতে মানবিক সংকট তৈরি হয়। জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪১ হাজার ২২৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৫ হাজার ৪১৩ জন আহত হয়েছেন। এই সময়ে ১ হাজার ৫৪২ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিকও নিহত হয়েছেন।
আরো পড়ুন: কমলার সঙ্গে আর বিতর্ক করবেন না ট্রাম্প
ফিলিস্তিন ইস্যুতে ভারত শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের পক্ষে। দিল্লি বিশ্বাস করে, সংলাপ ও আলোচনার মাধ্যমে দুই-রাষ্ট্র সমাধান অর্জিত হলে অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।