ইসরায়েলই কি রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছে?

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম

ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইসরায়েলের ভূমিকা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্য আহমদ বখশায়েশ আরদেস্তানি। তার মতে, ইসরায়েল রাইসির ব্যবহৃত পেজার ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে হেলিকপ্টারটি ধ্বংস করতে পারে।
ইসরায়েল সম্প্রতি লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায়। পেজার হচ্ছে এক ধরনের পুরোনো তারবিহীন যোগাযোগ ডিভাইস, যা দিয়ে বার্তা পাঠানো ও গ্রহণ করা যায়।
আরদেস্তানি জানান, রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল, যা ইসরায়েলের কাছে গোপন ছিল না। তার ধারণা, আজারবাইজান থেকে ইরানে ফেরার পথে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং ইসরায়েল ওই পেজারে বিস্ফোরণ ঘটাতে পারে।
আরো পড়ুন: রামাল্লায় যেভাবে আলজাজিরার অফিস বন্ধ করলো ইসরায়েল
ইরানের পক্ষ থেকে এ দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদনে খারাপ আবহাওয়াকে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসেবে উল্লেখ করা হলেও আরদেস্তানির মতে, এটি ইসরায়েলের নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হতে পারে।