রাশিয়ার অভ্যন্তরে হামলা ইউক্রেনের যুদ্ধ জয়ের পরিকল্পনার অংশ: জেলেনস্কি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন, ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিতে। তিনি বলেন, বাইডেন এই পদক্ষেপ গ্রহণ করলে ‘ইতিহাসে স্থান’ পাবেন এবং ইউক্রেনকে শক্তিশালী করার মাধ্যমে তার মেয়াদের শেষের দিকে বড় সিদ্ধান্ত নিতে পারবেন।
আগামী সপ্তাহে ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ সফরের আগে জেলেনস্কি এই বক্তব্য দেন। সেখানে তিনি বাইডেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে সাক্ষাৎ করবেন এবং জাতিসংঘে ভাষণ দেবেন। জেলেনস্কি তার ‘জয়ের পরিকল্পনা’ উপস্থাপন করবেন, যা যুদ্ধের অবসানের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনটিতে বলা হয়, এই পরিকল্পনার বিশেষ অংশগুলো প্রকাশ করা হয়নি, তবে জেলেনস্কি জানান, এতে রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে গভীর হামলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এখনো এ ধরনের হামলার অনুমতি দেয়নি। তবে যুক্তরাজ্য ইঙ্গিত দিয়েছে যে, তারা ইউক্রেনকে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারে।
জেলেনস্কি বলেন, ‘আমরা প্রয়োজনীয় সংখ্যক স্টর্ম শ্যাডো, ফরাসি স্কাল্প এবং মার্কিন এটাকমস সিস্টেম পাইনি।’ তিনি যোগ করেন, পশ্চিমা দেশগুলোর অনীহা হয়তো মস্কোর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার কারণে। তবে কিয়েভ এই বিশ্লেষণকে মেনে নেয় না।
বাইডেনের সাথে কিভাবে আলোচনা করবেন, এ সম্পর্কে জানতে চাইলে জেলেনস্কি বলেন, অতীতে বাইডেন কঠিন আলোচনার পর তার মত পরিবর্তন করেছেন। কয়েকজন মার্কিন প্রতিনিধি রাশিয়ায় হামলার সমর্থন করেছেন, যা ইতিমধ্যেই একটি বড় সাফল্য বলে মনে করেন তিনি।
তাছাড়া, জেলেনস্কি জানান যে, তার সফরকালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও সাক্ষাৎ হতে পারে। ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স বলেছেন, ভবিষ্যৎ রিপাবলিকান প্রশাসন একটি চুক্তির কথা ভাবছে, যেখানে রাশিয়া দখলকৃত অঞ্চল ধরে রাখবে এবং ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না।
এদিকে, গত মাসে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে সফল অভিযান পরিচালনা করেছে বলে জেলেনস্কি দাবি করেন। এই অভিযান মস্কোকে ইউক্রেনের সুমি প্রদেশে হামলা থেকে বিরত রেখেছে।
আরো পড়ুন: মোসাদের জয়-পরাজয়
জেলেনস্কির এই সফরের অংশ হিসেবে তিনি মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন এবং তার জয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এদিকে বাইডেন টুইটারে জেলেনস্কিকে ‘আমার বন্ধু’ উল্লেখ করে বলেন, ইউক্রেনের স্বাধীনতা ও নিরাপত্তার পক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা হলে তা ন্যাটোর যুদ্ধের অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে।