×

আন্তর্জাতিক

মোসাদের জয়-পরাজয়: ইসরায়েলের গোপন সংস্থার গল্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

মোসাদের জয়-পরাজয়: ইসরায়েলের গোপন সংস্থার গল্প

ছবি: সংগৃহীত

   

ইসরায়েলের গোপন সংস্থা মোসাদ বিশ্বের বিভিন্ন প্রান্তে অব্যাহতভাবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে হামাসের বিরুদ্ধে আকস্মিক হামলার খবরে তা নতুন করে আলোচনায় এসেছে। তারা যেসব প্রযুক্তি ব্যবহার করে তাদের লক্ষ্যবস্তু ঠিক করতে, সেটি একদিকে যেমন সফলতার গল্প তৈরি করেছে, অন্যদিকে কিছু বড় ব্যর্থতার সঙ্গেও যুক্ত রয়েছে মোসাদের নাম। আজ আমরা জানবো মোসাদের কিছু সফল অপারেশন এবং ব্যর্থ অভিযান সম্পর্কে।

মোসাদের সফল অপারেশন

  • অ্যাডলফ আইখম্যানের ধরার অভিযান:

১৯৬০ সালে নাজি কর্মকর্তা অ্যাডলফ আইখম্যানকে আর্জেন্টিনা থেকে অপহরণ করা ছিল মোসাদের অন্যতম সফল অপারেশন। আইখম্যান ছিলেন হলোকাস্টের মূল পরিকল্পনাকারী। পরে বহু বছর ধরে তিনি পলাতক ছিলেন। মোসাদের ১৪ জন সদস্যের একটি দল তাকে খুঁজে বের করে অপহরণ করে, ইসরায়েলে নিয়ে আসে এবং সেখানেই তার বিচার করা হয়। এই অপারেশনটি ইসরায়েলের ইতিহাসে একটি আইকনিক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

  • এনটেব্বে অপারেশন:

১৯৭৬ সালে মোসাদ এনটেব্বে বিমানবন্দরে ১০০ জন জিম্মিকে মুক্ত করতে সফল হয়। প্যারিস থেকে তেলআবিবগামী একটি বিমান দুইটি ফ্রন্টের বিচরণকারী গ্রুপের সদস্যদের হাতে হাইজ্যাক হয়েছিল। বিমানটি উগান্ডায় নিয়ে যাওয়া হয়েছিল। মোসাদের গোয়েন্দা তথ্যের সহায়তায় ইসরায়েলি কমান্ডোরা মাত্র ৩ দিনের মধ্যে বিমানবন্দরে আক্রমণ চালিয়ে সকল অপহৃত যাত্রীকে মুক্ত করে। যদিও এই অভিযানে ৩ জন জিম্মি, কয়েকজন হাইজ্যাকার এবং একজন ইসরায়েলি কমান্ডো নিহত হন। তবে সাফল্যের সঙ্গে মোসাদ জিম্মিদের জীবন রক্ষা করতে সক্ষম হয়।

  • অপারেশন ব্রাদার্স:

১৯৮০ এর দশকে মোসাদ ৭ হাজার ইথিওপীয় ইহুদীদের সুদান থেকে ইসরায়েলে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়। এই অপারেশনটি পুরোপুরি গোপনে পরিচালিত হয়েছিল। মোসাদ সদস্যরা সেখানে দিনের বেলায় হোটেল কর্মচারী হিসেবে কাজ করত এবং রাতে ইথিওপীয় ইহুদীদের উদ্ধার করত। ইথিওপীয়রা গোপনে সুদানে প্রবেশ করত এবং তাদের জীবন রক্ষার জন্য মোসাদকে সহায়তা করত। এই অভিযানটি প্রায় ৫ বছর ধরে চলছিল।

  • মিউনিখ অলিম্পিকের প্রতিশোধ:

১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের সময় ব্ল্যাক সেপ্টেম্বর নামের একটি ফিলিস্তিনি মিলিট্যান্ট গ্রুপ ইসরায়েলি অ্যাথলেটদের অপহরণ করে এবং হত্যা করে। এই ঘটনার পর, মোসাদ ওই গ্রুপের সদস্যদের খুঁজে বের করে এবং তাদের উপর প্রতিশোধ নেয়। মোসাদের টার্গেটিং পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অপারেশনগুলো ওই সময়ে সাফল্যের পরিচায়ক ছিল।

মোসাদের ব্যর্থতা

  • খালেদ মেশালকে হত্যার চেষ্টা:

১৯৯৭ সালে মোসাদ হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালকে হত্যার চেষ্টা করে। কিন্তু এই অপারেশনটি ব্যর্থ হয়ে যায় এবং মোসাদের এজেন্টদের জর্ডানে আটক করা হয়। পরবর্তীতে ইসরায়েল মেশালের জীবন বাঁচাতে প্রতিষেধক দিতে বাধ্য হয়। এই ঘটনা ইসরায়েল এবং জর্ডানের সম্পর্কের অবনতি হয়। এ অভিযানের কয়েকদিন আগেই তাদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

  • মাহমুদ আল-মাবহু হত্যাকাণ্ড:

২০১০ সালে মোসাদ হামাসের এক সিনিয়র নেতা মাহমুদ আল-মাবহুকে দুবাইয়ে হত্যা করে। প্রথমে এটি একটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও, পরে তদন্তে দেখা যায় এটি একটি পরিকল্পিত হত্যা। এই অপারেশনটি আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক তৈরি করে এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।

  • ৭ অক্টোবর হামলা:

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আকস্মিকভাবে ইসরায়েলের উপর হামলা চালায়। মোসাদের এই হামলার পূর্বাভাসে ব্যর্থতা ইসরায়েলি কর্তৃপক্ষের জন্য একটি বড় বিপর্যয় ছিল। এ হামলার ফলে অনেক প্রাণহানি ও ধ্বংসের জন্ম দেয়। হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলির মৃত্যু হয় এবং অনেককে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে, যার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়।

আরো পড়ুন: ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪

সাম্প্রতিক সময়ে লেবাননে হামাসের সদস্যদের ব্যবহৃত পেজার ও অন্যান্য যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণ নিয়ে খবর প্রকাশিত হয়েছে, যেখানে অভিযোগ উঠেছে যে এর পেছনে মোসাদের হাত রয়েছে। এই ঘটনা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান দ্বন্দ্বের নতুন একটি অধ্যায় সৃষ্টি করেছে। 

বিবিসি অবলম্বনে রোমাঞ্চ তালুকদার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App