অবৈধ বাংলাদেশিদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি অমিত শাহর

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত
বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় বিজেপির আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এই হুমকি দেন তিনি। অমিত শাহ বলেন, ‘ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।’
ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণা এলাকায় উপজাতিদের সংখ্যা কমে যাওয়ার জন্য তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দায়ী করেন। অমিত শাহ বলেন, ‘এখন উপজাতিদের সংখ্যা ৪৪ শতাংশ থেকে কমে ২৮ শতাংশ হয়েছে। এ অঞ্চলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই বেশি, এবং তারা জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোট ব্যাংক হিসেবে কাজ করছে।’
তিনি বলেন, বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী, আর জনগণের কল্যাণে কিছুই করছে না।
অমিত শাহ তার বক্তব্যে হেমন্ত সরেন নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের তীব্র সমালোচনা করেন এবং এটিকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই সরকার কেবল দুর্নীতিতে নিমজ্জিত, এবং জনগণের টাকা অপব্যবহার করছে।’
এদিকে, রাজ্য কংগ্রেস নেতা ধীরাজ সাহুর বাসভবনে মদ ব্যবসার সঙ্গে জড়িত সাড়ে ৩০০ কোটি রুপির সন্ধান পাওয়ার ঘটনায় তিনি বলেন, ‘এই টাকা রাজ্যের দরিদ্র জনগণের, এটি মদের ব্যবসার আয় নয়।’
আরো পড়ুন: মিয়ানমারের ৯০০ যোদ্ধা মণিপুরে, যা আছে ভারতের গোয়েন্দা প্রতিবেদনে
এ নির্বাচনী সমাবেশের মূল বার্তা ছিল পরিবর্তনের। বিজেপি আগামী ২ অক্টোবর পর্যন্ত ‘পরিবর্তন যাত্রা’ চালিয়ে যাবে, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি গ্রামে পরিবর্তনের বার্তা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন অমিত শাহ।