×

আন্তর্জাতিক

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ এএম

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯

ছবি: সংগৃহীত

   

লেবাননে সাম্প্রতিক পেজার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জন নিহত ও প্রায় ২ হাজার ৮০০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্যে ইরানের লেবাননস্থ রাষ্ট্রদূতও রয়েছেন। বিস্ফোরণগুলো মূলত হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজারগুলোতে ঘটে, যা দলটির গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

হিজবুল্লাহ ইসরায়েলকে এই ঘটনার জন্য দায়ী করেছে এবং এটিকে ‘অপরাধমূলক আক্রমণ’ আখ্যা দিয়ে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এই বিস্ফোরণগুলো এমন এক সময়ে ঘটছে যখন ইসরায়েল ও লেবাননের সীমান্তে প্রতিদিনই সংঘর্ষ চলছে। মূলত গাজার যুদ্ধ শুরুর পর থেকে অবস্থা আরো তীব্র হয়। হিজবুল্লাহ প্রকাশ্যে জানিয়েছে যে তারা হামাসের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। এই সংঘর্ষে ইসরায়েলসহ যুক্তরাজ্য ও অন্যান্য দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

একটি সূত্র জানায়, বিস্ফোরিত পেজারগুলো হিজবুল্লাহ সম্প্রতি একটি নতুন চালানে পেয়েছিল। কিছু ব্যবহারকারী বিস্ফোরণের আগে পেজারগুলো গরম হয়ে ওঠার কথাও জানান। বিশেষজ্ঞরা মনে করেন, এগুলোতে সামরিক মানের বিস্ফোরক লুকানো থাকতে পারে, যা নির্দিষ্ট সংকেত পাওয়ার পর বিস্ফোরিত হয়।

এই ঘটনার পর লেবাননজুড়ে মানুষ শোক এবং হতাশায় ভুগছে। হাসপাতালে আহতদের ভিড়ে চিকিৎসকরা প্রচণ্ড চাপে আছেন। বিস্ফোরণে আহতদের বেশিরভাগেরই কোমর থেকে হাত পর্যন্ত অংশে মারাত্মক আঘাত লেগেছে, অনেকে আঙুল হারিয়েছেন।

এই ঘটনার প্রতিক্রিয়ায় লেবাননের প্রধানমন্ত্রী ইসরায়েলকে দায়ী করে বলেছেন, এটি একটি ‘গুরুতর সার্বভৌমত্ব লঙ্ঘন’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’। ইরানও ইসরায়েলি ‘সন্ত্রাসবাদ’র নিন্দা জানিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এই হামলায় যুক্ত থাকার কথা অস্বীকার করেছে এবং ইরানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন: ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

এদিকে, বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা হিজবুল্লাহ-ইসরায়েল সংঘর্ষে এক নতুন মাত্রা যোগ করতে পারে। সংগঠনটির ভেতর থেকে প্রতিশোধের চাপ বাড়তে পারে এবং পরিস্থিতি আরো গুরুতর রূপ নিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App