×

আন্তর্জাতিক

স্বর্ণখনিতে গোলাগুলির ঘটনায় নিহত ৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পিএম

স্বর্ণখনিতে গোলাগুলির ঘটনায় নিহত ৩০

ছবি: সংগৃহীত

   

ওশেনিয়ার দেশ পাপুয়া নিউ গিনিতে একটি বিতর্কিত স্বর্ণখনি নিয়ে সংঘর্ষের ফলে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোরগেরা অঞ্চলে একটি সোনার খনির মালিকানা নিয়ে সাকার এবং পিয়ান্দে নামে দুটি উপজাতির গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণ হিসেবে উঠে এসেছে, গত আগস্টে সাকার গোষ্ঠীর সদস্যরা পিয়ান্দের জমিতে বসতি স্থাপন করার পর থেকেই এই অশান্তি ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের মধ্যে গত রবিবার একদিনে ৩০০টিরও বেশি গুলি চালানো হয়। শান্তি আলোচনার ব্যর্থতার পরই এই ভয়াবহ ঘটনা ঘটে। এতে করে এলাকার স্কুল, হাসপাতাল এবং সরকারি অফিসগুলো বন্ধ করে দেয়া হয়েছে, এবং বহু ভবনে আগুন লাগানোর খবরও এসেছে।

পাপুয়া নিউ গিনির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে অবৈধ খনি শ্রমিক এবং বসতি স্থাপনকারীদের মাধ্যমে, যারা স্থানীয় সম্প্রদায়কে আতঙ্কিত করতে সহিংসতার পথ বেছে নিয়েছে। তিনি আরো যোগ করেন, জনসমক্ষে অস্ত্র উঁচিয়ে ধরলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বর্তমানে ওই এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে, যাতে সংঘর্ষের তীব্রতা কমানো যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এটি আমাদের দেশের জন্য একটি দুঃখজনক অধ্যায়। আমরা প্রার্থনা করছি, যাতে দ্রুত শান্তি ফিরে আসে এবং স্থানীয় জনগণ নিরাপদে থাকতে পারে।

আরো পড়ুন: ভারতে ডোনাল্ড লুর বৈঠক, আলোচনায় যেসব বিষয় এলো

উল্লেখ্য, কানাডার মালিকানাধীন এই সোনার খনিটি পাপুয়া নিউ গিনির দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি। এ ধরনের সহিংসতা স্থানীয়দের জন্য উদ্বেগের একটি নতুন অধ্যায়। সবাই আশা করছে, সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে এবং শান্তি প্রতিষ্ঠা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App