ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবন্দী বিনিময়

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
যুদ্ধের মধ্যেও কিছু আশার আলো দেখা যাচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন শনিবার ১০৩ জন করে যুদ্ধবন্দীর বিনিময় করেছে, যা ইউএইয়ের (সংযুক্ত আরব আমিরাত) মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসেবে, মুক্তিপ্রাপ্ত ১০৩ জন রুশ সেনা কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার সময় আটক হয়েছিল। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো এই তথ্যের কোনো নিশ্চিতকরণ আসেনি। খবর আরব নিউজের।
প্রতিবেদনটিতে বলা হয়, মাসের শেষের দিকে কিয়েভ সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ১০৩ জন রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। এর বিনিময়ে ১০৩ জন ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করা হয়েছে।
মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে বেলারুশে রয়েছে, যেখানে তাদের জন্য মানসিক ও চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের সুযোগও রয়েছে।
যুদ্ধের এই কঠিন সময়ে, রাশিয়া এবং ইউক্রেন ২ বছরেরও বেশি সময় ধরে বন্দীদের বিনিময়ের মাধ্যমে মানবিক সহায়তার এক গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। এসব চুক্তি সাধারণত ইউএই, সৌদি আরব বা তুরস্কের মধ্যস্থতায় সংঘটিত হয়।
আরা পড়ুন: থাইল্যান্ডে বন্যায় নিহত ১৬, প্লাবিত ২৭ হাজার বাড়ি
এটি এমন একটি সময় হয়েছে যখন ৩ সপ্তাহ আগে উভয় পক্ষই ১১৫ জন করে যুদ্ধবন্দির আদান-প্রদান করেছে। এই ধরনের চুক্তিগুলি যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও মানুষের মধ্যে মানবিক সম্পর্ক বজায় রাখার একটি প্রচেষ্টা হিসাবে দেখা হয়, যা সত্যিই প্রশংসনীয়।