×

আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর পোস্ট, যা লিখলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম

বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর পোস্ট, যা লিখলেন

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

   

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগ আছে বটে। কিন্তু দেশটির পরিস্থিতি স্থিতিশীল হবে বলে তিনি আত্মবিশ্বাসী। 

যক্তরাষ্ট্র সফরে বুধবার (১১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ভারতীয় এই রাজনৈতিক নেতা। সেখানে তিনি নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন।

রাহুল গান্ধীকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশে উগ্রবাদীদের নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং বাংলাদেশকে সেটি জানানো হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশে সবধরনের সহিংসতার অবসান হোক এটা তারা চান। যত দ্রুত সম্ভব এটা থামানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বাংলাদেশে যাতে সহিংসতা বন্ধ হয়, সেজন্য ভারত সরকারের চাপ সৃষ্টি করার দায়িত্ব আছে বলে উল্লেখ করেন কংগ্রেস পার্টির নেতা।

এই অনুষ্ঠানের পর কংগ্রেস পার্টির এক্স প্লাটফর্মে রাহুল গান্ধী লিখেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের পুরোনো সম্পর্ক রয়েছে।

তিনি লেখেন, বাংলাদেশের জন্মের সঙ্গে আমার দাদী গভীরভাবে জড়িত ছিলেন। আমি মনে করি, বাংলাদেশে উগ্রবাদীদের নিয়ে ভারতে উদ্বেগ আছে। সেসব উদ্বেগ আমরা বাংলাদেশকে জানিয়েছি।

কংগ্রেস পার্টির নেতা আরো লেখেন, তবুও আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে। বর্তমান সরকারের সঙ্গে কিংবা ভবিষ্যতে যেকোনো সরকারের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে সক্ষম হবো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App