×

আন্তর্জাতিক

ইউক্রেনে বেড়েছে বিদেশি যোদ্ধাদের আনাগোনা: রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ এএম

ইউক্রেনে বেড়েছে বিদেশি যোদ্ধাদের আনাগোনা: রাশিয়া

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া। ছবি: সংগৃহীত

   

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া জানিয়েছেন, ইউক্রেনে ক্রমবর্ধমান বিদেশি নাগরিকদের মৃত্যু পশ্চিমাদের ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িত থাকার প্রমাণ দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

নেবেনজিয়া বলেন, ‘এই সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে বিশেষভাবে লক্ষ্যণীয় বিষয় হলো বহু বিদেশি সামরিক প্রশিক্ষক নিহত হয়েছেন। যারা এই সংঘাত নিয়ে নজর রাখছেন, তারা হয়তো খুব শিগগিরই উচ্চপদস্থ মার্কিন, ফরাসি, পোলিশ এবং সুইডিশ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর খবর দেখতে পাবেন। আমরা শুরু থেকেই সতর্ক করেছিলাম, যারা জেলেনস্কির সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করবে, তারা আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। এখন যখন আরো বেশি পশ্চিমা নাগরিক নিহত হচ্ছে, এটি স্পষ্ট যে পশ্চিমারা ইউক্রেন সংঘাতে সর্বাত্মকভাবে জড়িয়ে পড়েছে।’

তিনি আরো অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো কিয়েভ সরকারের নাৎসি আদর্শের প্রকৃতি স্বীকার করতে সাহস পাচ্ছে না। নেবেনজিয়া বলেন, ‘কিয়েভের এই নাৎসি আচরণ প্রকাশ্য। ইউক্রেনীয় সেনাদের বহুবার নাৎসি প্রতীক, পতাকা এবং চিহ্ন নিয়ে ছবি তুলতে দেখা গেছে, যা লুকানোর কোনো চেষ্টাও করেনি তারা। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা এটি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে। মাত্র কয়েকজন পশ্চিমা নেতা এ বিষয়ে মুখ খুলতে সাহস করেছেন।’

আরো পড়ুন: জাতিসংঘে ফিলিস্তিনের ঐতিহাসিক দিন

নেবেনজিয়ার এই মন্তব্য ইউক্রেন সংঘাতে পশ্চিমাদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App