জিসিসি সংলাপে যোগ দিতে সের্গেই ল্যাভরভ রিয়াদে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ এএম

ররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রিয়াদে। ছবি: সংগৃহীত
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং রাশিয়ার মধ্যে কৌশলগত সংলাপের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে রিয়াদে পৌঁছেছেন। বৈঠকটি সোমবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে টিএএসএস।
ল্যাভরভ এই বৈঠকের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা হবে। এর মধ্যে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, চলমান সংকট সমাধান এবং জ্বালানি বাজারে সমন্বয় অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়াও বৈঠকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হবে, যার মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবনতি, সিরিয়া, ইয়েমেন এবং লিবিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখযোগ্য।
আরো পড়ুন: উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী করবে রাশিয়া
অন্যান্য আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে যৌথ প্রকল্প বাস্তবায়ন, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা জোরদার, এবং পারমাণবিক শক্তি নিয়ে আলোচনা।
সূত্র: টিএএসএস