মার্কিন বিমান বাহিনী ক্যাডেটের মর্মান্তিক মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম

নিহত ক্যাডেট অ্যাভেরি কুনস। ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী একাডেমির একজন ১৯ বছর বয়সী প্রথম বর্ষের ক্যাডেটকে তার ডরমিটরিতে মৃত অবস্থায় পাওয়া গেছে। টেক্সাসের টাইলার থেকে আসা অ্যাভেরি কুনস, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কলোরাডো স্প্রিংসে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে বিমান বাহিনী একাডেমি। নিহতের নাম অ্যাভেরি কুনস।
একাডেমির ফার্স্ট রেসপন্ডাররা ঘটনাস্থলে এসে তার জীবন রক্ষার চেষ্টা করেন, কিন্তু তার ব্যর্থ হন। মৃত্যুর কারণ এখনো তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগী কুনস একাডেমির ২০২৮ ব্যাচের সদস্য এবং এর নারী ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলের একজন সদস্য ছিলেন। খবর নিউইয়র্ক পোস্টের।
প্রতিবেদনটিতে বলা হয়, অ্যাভেরি কুনস ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে-এ (পূর্বে টুইটার) ঘোষণা করেছিলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আমি ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলে যোগদানের জন্য মার্কিন বিমান বাহিনী একাডেমিতে যোগ দিতে যাচ্ছি। যারা আমার এই যাত্রায় আমাকে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ। এসময় কুনস পোস্টের সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন। যেখানে কুনস একাডেমির পোশাক পরে ছিলেন এবং একটি ছবিতে রিলে ব্যাটন ধরে ছিলেন। অন্যটিতে ‘টপ গান’ স্টাইলে ফ্লাইট স্যুট এবং সানগ্লাস পরে পোজ দেন।
একাডেমির সুপারিনটেন্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল টনি বাউরনফেইন্ড তার বিবৃতিতে বলেন, আমরা একজন অসাধারণ সহকর্মীকে হারিয়েছি। যদিও তিনি আমাদের সাথে অল্প সময় ছিলেন। অ্যাভেরি তার ইউনিট, তার ইন্টারকলেজিয়েট দল এবং তার ক্লাসের উপর ইতিবাচক প্রভাব ফেলেছেন। তার মৃত্যুতে পুরো একাডেমিতে শোকের ছায়া নেমে এসেছে।
অ্যাভেরি কুনস টেক্সাসের থ্রল হাই স্কুল থেকে স্নাতক হন এবং সেখানেও তিনি ট্র্যাক দলের সদস্য ছিলেন। ২০২৩ সালের মার্চ মাসে তিনি এক্স-এ পোস্ট করে জানান, তিনি ১০০ মিটার দৌড়ে তার ব্যক্তিগত সেরা রেকর্ড গড়েছেন এবং নিজের স্কুল রেকর্ডও ভেঙেছেন।
টেক্সাসের মার্কিন বিমান বাহিনী একাডেমির প্রতিনিধি পিট সেশনস, কুনসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, কুনস একজন মেধাবী ক্রীড়াবিদ ছিলেন এবং তিনি জীববিজ্ঞানে মেজর ও কাইনেসিওলজিতে মাইনর করার পরিকল্পনা করছিলেন। তিনি সবসময় পাইলট শারীরিক থেরাপিস্ট হওয়ার আশা প্রকাশ করতেন।
আরো পড়ুন: ক্লাসে ফিরছেন মাদক বিক্রি ও যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত অধ্যাপক
অ্যাভেরি কুনসের মৃত্যুতে বন্ধু-বান্ধব, সহপাঠী ও অন্যান্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোক ও সমবেদনা জানিয়েছেন। একজন ইন্সটাগ্রামে মন্তব্যে করেছেন, সে এতই মিষ্টি, এতই দয়ালু, এবং সে যা করত সবকিছুতেই সে ছিল অসাধারণ।
অনুবাদ: নিউইয়র্ক পোস্ট অবলম্বনে