যেভাবে মঞ্চে গান গাইতে গিয়ে মৃত্যু হলো র্যাপারের

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১০:৫৮ পিএম

র্যাপার ফ্যাটম্যান স্কুপ। ছবি: দ্য নিউইয়র্ক পোস্ট
র্যাপার ফ্যাটম্যান স্কুপ ১৯৯০ দশকের ক্লাব সংগীতের একজন উজ্জ্বল তারকা। শুক্রবার (৩০ আগস্ট) রাতে কানেক্টিকাটে এক স্টেজ পারফরম্যান্সের সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। ৫৩ বছর বয়সী এই র্যাপারের আসল নাম ইসাক ফ্রিম্যান-৩। গ্রিন অ্যান্ড গোল্ড পার্টি শিরোনামের বিনামূল্যের কনসার্টে পারফর্ম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মঞ্চে ঢলে পড়েন।
নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী এই র্যাপার কানেক্টিকাটের হ্যামডেন শহরে অনুষ্ঠিত ইভেন্টে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ফ্যাটম্যান স্কুপ খালি গায়ে উত্তেজিত জনতাকে উজ্জীবিত করার সময় হঠাৎ ডিজে বুথের প্ল্যাটফর্মে উঠে অসুস্থ হয়ে পড়েন এবং মঞ্চে ঢলে পড়েন। ঘটনার পর, মঞ্চের পেছনে থাকা কয়েকজন তাকে বাঁচানোর চেষ্টা করেন এবং একই সময়ে মঞ্চের অন্য র্যাপাররা দর্শকদের প্রার্থনার জন্য আহ্বান জানান। খবর দ্য নিউইয়র্ক পোস্টের।
প্রতিবেদনটিতে বলা হয়, তাকে স্ট্রেচারে করে মঞ্চ থেকে সরিয়ে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়, যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ফ্যাটম্যান স্কুপের আকস্মিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। ডিজে ও প্রযোজক বার্চ মাইকেল তার ট্যুর ম্যানেজার ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুপের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মাইকেল আবেগপ্রবণ হয়ে লেখেন, ইসাক ফ্রিম্যান, যাকে আমরা ফ্যাটম্যান স্কুপ হিসেবে জানি, সে আর আমাদের মধ্যে নেই। আমি সত্যিই ভাষাহীন। তিনি আমাকে সারা পৃথিবী ঘুরিয়েছেন এবং জীবনের অনেক বড় বড় প্রাপ্তিই এসেছে তার হাত ধরে।
ফ্যাটম্যান স্কুপের সংগীত জীবনের উত্থান ঘটে তার বিখ্যাত গান ‘বি ফেইথফুল’-এর মাধ্যমে। এটি ১৯৯০-এর দশকে ক্লাবগুলিতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়া, তিনি মিসি এলিয়টের ‘লুজ কন্ট্রোল’ গানটিও ফিচার করেন, যা ২০০৫ সালে বিলবোর্ড হট ১০০-এ তৃতীয় স্থানে পৌঁছেছিল। মারিয়া কেরির গ্র্যামি-মনোনীত ‘ইটস লাইক দ্যাট’ গানেও তার উপস্থিতি সংগীতপ্রেমীদের মধ্যে প্রশংসিত হয়। টিম্বাল্যান্ড, ম্যাগু, নিক ক্যানন এবং স্ক্রিলেক্সের মতো র্যাপারদের সঙ্গেও তিনি কাজ করেছেন।
ফ্যাটম্যান স্কুপের প্রস্থান সঙ্গীত জগতে একটি অপূরণীয় ক্ষতি। যুক্তরাজ্যের রিমিনিস ফেস্টিভালে তার সেপ্টেম্বরের ৭ তারিখ পারফর্ম করার কথা ছিল। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে রিমিনিস কর্তৃপক্ষরা বলেন, তিনি শুধু আমাদের অন্যতম জনপ্রিয় পারফর্মারই ছিলেন না, তিনি রিমিনিস পরিবারের একজন প্রিয় সদস্যও ছিলেন। তার অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভূত করবো।
আরো পড়ুন: এক্স বন্ধের পর ৫ লাখ ব্যবহারকারী ব্লুস্কাইয়ে
নিজের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই, ফ্যাটম্যান স্কুপ এবং ডাইস পাসোর নতুন গান ‘লেট ইট গো’-এর অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল। এটি তার জীবনের শেষ কাজগুলোর একটি হয়ে থাকবে। ফ্যাটম্যান স্কুপের আকস্মিক মৃত্যুর ঘটনা সঙ্গীত প্রেমীদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যাবে এবং তার সৃষ্টির আলোয় তিনি বেঁচে থাকবেন চিরকাল।
অনুবাদ: দ্য নিউইয়র্ক পোস্ট অবলম্বনে