×

আন্তর্জাতিক

ব্রাজিলের সঙ্গে টানাপড়েন

এক্স বন্ধের পর ৫ লাখ ব্যবহারকারী ব্লুস্কাইয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১০:৩৪ পিএম

এক্স বন্ধের পর ৫ লাখ ব্যবহারকারী ব্লুস্কাইয়ে

ছবি: দ্য গার্ডিয়ান

   

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক এক্স-এর কার্যক্রম ব্রাজিলে বন্ধ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর দিক থেকে পঞ্চম বৃহত্তম দেশ ব্রাজিল। ধনকুবের ইলন মাস্কের স্থানীয় আইন মানতে অস্বীকৃতির পর ব্রাজিলের সুপ্রিম কোর্ট তদাদের এক আদেশে এক্স ব্লক করে দেয় ব্রাজিলে।

শনিবার (৩১ আগস্ট) সকালে ব্রাজিলের কয়েক মিলিয়ন এক্স ব্যবহারকারী দেখতে পান যে তারা এক্স নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। কারণ ইন্টারনেট সরবরাহকারী এবং মোবাইল ফোন কোম্পানিগুলো ইতোমধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে শুরু করেছে। অনেকে কম্পিউটার এবং মোবাইল ফোন দিয়ে নেটওয়ার্ক অ্যাক্সেস করার চেষ্টা করলেও একটি বার্তা দেখতে পান। বার্তা আসে- মনে হচ্ছে আপনি সংযোগ হারিয়েছেন। আমরা পুনরায় চেষ্টা করবো। খবর দ্য গার্ডিয়ানের

প্রতিবেদনটিতে বলা হয়, ব্রাজিলের এক্স-এর বিপুল সংখ্যক ব্যবহারকারী ইতোমধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী ব্লুস্কাইয়ে স্থানান্তরিত হয়েছেন। জানা গেছে, গত ২ দিনে অন্তত ৫ লক্ষ নতুন ব্যবহারকারী পেয়েছে ব্লুস্কাই।

ব্লুস্কাইয়ের নতুন সদস্যদের মধ্যে ছিলেন ব্রাজিলের অন্যতম শীর্ষ ইনফ্লুয়েন্সার ফিলিপে নেতো। তার এক্স একাউন্টে অন্তত ১৭ মিলিয়নেরও বেশি অনুসারী ছিল। 

নেতো লিখেন, আপনাকে ভুলে গেলে চলবে না, যখন আপনি নিজের দেশে ছেড়ে অন্য আরেকটি দেশে যাবেন তখন আপনাকে বাধ্যতামূলকভাবেই ওই দেশের আইন মেনে চলতে হবে। আপনি তাদের সঙ্গে একমত না হলেও আপনাকে ওই দেশের আইন মানতে হবে।

ব্রাজিলে ২২ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী থাকা এক্স-এর ওপর নিষেধাজ্ঞা দেশটির শীর্ষ আদালত এবং মাস্কের মধ্যে রাজনৈতিকভাবে দীর্ঘমেয়াদী সংঘর্ষের চূড়ান্ত ফলাফল।

এই নিষেধাজ্ঞার পেছনে থাকা প্রভাবশালী সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস ২০২৩ সালের জানুয়ারিতে রাজধানী ব্রাসিলিয়ায় সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের বিদ্রোহের পর এক্স-কে গণতন্ত্রবিরোধী বলে আখ্যায়িত করেন।

মাস্ক বলসোনারো এবং তার মার্কিন মিত্র ডোনাল্ড ট্রাম্পের মতো ডানপন্থী ব্যক্তিদের সাথে ভালো সম্পর্ক রেখেছেন। ফলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন যে মোরায়েস মতপ্রকাশের স্বাধীনতা দমন করছেন এবং রক্ষণশীল মতামতগুলোকে সেন্সর করার চেষ্টা করছেন। মাস্কের প্রকাশ্যে এমন আক্রমণ অনেকাংশেই অশালীন এবং অশোভন লেগেছে। অনেকেই একে সাম্প্রতিক সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং যুক্তরাজ্যের ডানপন্থী দাঙ্গা চলাকালে অনলাইনে করা বার্তাগুলোর সঙ্গে তুলনা করেছেন।

ব্রাজিলে এক্স ব্লক হওয়ার আগে শেষ মুহূর্তে, বৃহস্পতিবার মাস্ককে ২৪ ঘণ্টার সময়সীমা দেয়া হয়। যেখানে তাকে নতুন করে আইনি প্রতিনিধি নিয়োগে নির্দেশ দেয়া হয়েছিল। কারণ এক্স প্ল্যাটফর্ম চলতিবছর আগস্টের মাঝামাঝি সময়ে তাদের স্থানীয় অফিস বন্ধ করে দেয়। 

শুক্রবারের রায়ে, মোরায়েস অভিযোগ করেন-এক্স নেটওয়ার্ক একটি নো ম্যানস ল্যান্ডের মতো আচরণ করেছে। এটির প্রকৃত আইনহীন ভূমি হিসেবে আচরণ, গণহারে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়া, ঘৃণামূলক বক্তব্য এবং গণতন্ত্রবিরোধী প্রচারণা কার্যতই একটি আক্রমণ।

কয়েক ঘণ্টা পর, স্থানীয় সময় মধ্যরাতে ব্রাজিলের ব্যবহারকারীরা অবশেষে দেখতে পান তাদের এক্স নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে।

এর পরপরই মাস্ক মোরায়েসের বিরুদ্ধে তার আক্রমণ আরো তীব্র করেছেন। এসময় তিনি বিচারককে ভোল্ডেমর্ট বলে উল্লেখ করেন এবং একটি কুকুরের সাথে তার মিমি পোস্ট করেন।

মাস্ক বিচারককে উদ্দেশ্য করে বলেন, তিনি একজন স্বৈরাচারী এবং প্রতারক, মোটেই বিচারক নন। যদিও এসময় ব্রাজিলিয়ান ব্যবহারকারীরা তার এই বক্তব্যগুলো ভিপিএন ছাড়া আর দেখতে পাচ্ছিলেন না।

ব্রাজিলের ডানপন্থী সমর্থকরা মাস্কের পক্ষে সমর্থন জোগালেও ডানপন্থীদের আক্রোশ এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে ক্রমবর্ধমান টানাপড়েন মোটেই ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। 

ব্রাজিলের ডানপন্থী কংগ্রেসম্যান নিকোলাস ফেরেইরা এক্স ব্লক হওয়ার আগে ঘোষণা করেন, আমি এক্স বন্ধের পক্ষে নই, প্রয়োজনে নিজে র‌্যাডিক্যাল হবো। জবাবে মাস্ক তাকে একজন স্বাধীনতা সংগ্রামী বলে অভিহিত করেন।

প্রগতিশীল ব্রাজিলিয়ানরা অনেকেই মাস্কের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার দাবি নিয়ে বিদ্রুপ করেছেন। অনেকেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে তাদের বিজয় হিসেবে উল্লেখ করে উদযাপন করেছেন। তারা বলেতে চেয়েছেন মাস্ক কেনো, কোন ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নন।

আরো পড়ুন: পাভেল দুরভ গ্রেপ্তারে মুক্ত বাকস্বাধীনতা সংগ্রাম কি আরো শক্তিশালী হবে?

বামপন্থী কংগ্রেসওম্যান এরিকা হিল্টন শুক্রবার রাতে এক্স-এ লিখেছেন, যদি বিলেনিয়াররা এখানে কোম্পানি পরিচালনা করতে চায় এবং বিলিয়ন ডলার আয় করতে চায়, তবে তাদের আইনকে সম্মান করতে শিখতে হবে। আইনশৃঙ্খলা এবং জাতীয় সার্বভৌমত্ব দীর্ঘজীবী হোক।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রায় আধা ঘণ্টা আগে, হিল্টন ঘোষণা করেন যে তিনি এক্স থেকে ব্লুস্কাইয়ে চলে যাচ্ছেন। সেখানে সবার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে।

অনুবাদ: দ্য গার্ডিয়ান অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App