×

আন্তর্জাতিক

বিমান মেরামত করতে গিয়ে ২ কর্মী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৯:০৫ এএম

বিমান মেরামত করতে গিয়ে ২ কর্মী নিহত

ছবি: বিবিসি

   

আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের একটি প্লেন সার্ভিসিং করার সময় দুর্ঘটনায় ২ কর্মী নিহত এবং ১ জন গুরুতরভাবে আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৫টার পর এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন ৫৮ বছর বয়সী মির্কো মারওয়েগ এবং ৩৭ বছর বয়সী লুইস আলদারোনডো। আহত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ডেল্টা পরিবারের জন্য এটি একটি হৃদয়বিদারক ঘটনা। ২ সদস্যের মৃত্যু এবং একজনের আহত হওয়ার খবর আমাদেরকে মর্মাহত করেছে। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি।

বিবৃতিতে জানানো হয়, আহত কর্মীকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে। দুর্ঘটনাটি প্লেনের চাকার অংশগুলো বিচ্ছিন্ন করার সময় ঘটেছে, যা ওইসময় প্লেনটির সঙ্গে সংযুক্ত ছিল না।

ঘটনার পরপরই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত এবং এয়ারলাইন্সের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছে।

এদিকে, এয়ারলাইন্স শিল্পের কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স একটি বিবৃতি দিয়ে মৃত্যুর ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। তবে ডেল্টার কর্মীরা সাধারণত এই ইউনিয়নের অন্তর্ভুক্ত নন।

ইউনিয়ন জানিয়েছে, আমরা এই কঠিন সময়ে ডেল্টা কর্মীদের পাশে আছি এবং ডেল্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানাচ্ছি।

আটলান্টার মেয়র আন্দ্রে ডিকেন্স এক অনলাইন পোস্টে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিমানবন্দর কর্তৃপক্ষও এই ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করেছে।

আরো পড়ুন: ১০২ বছর বয়সে স্কাইডাইভ করে ব্রিটিশ নারীর বিশ্ব রেকর্ড

উল্লেখ্য, প্লেনটি রবিবার লাস ভেগাস থেকে আটলান্টায় আসে। তবে মঙ্গলবারের এই দুর্ঘটনার কারণে বিমানবন্দরের বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে। আটলান্টা হলো ডেল্টা এয়ারলাইন্সের সদর দপ্তর এবং হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দর বিশ্বব্যাপী যাত্রী সংখ্যার দিক থেকে সবচেয়ে ব্যস্ততম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App