×

আন্তর্জাতিক

হিজবুল্লাহ-ইসরায়েলের তীব্র গোলাগুলি, জাতিসংঘ প্রধানের উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১১:১৮ এএম

হিজবুল্লাহ-ইসরায়েলের তীব্র গোলাগুলি, জাতিসংঘ প্রধানের উদ্বেগ

ছবি: সংগৃহীত

   

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে রাতভর তীব্র গোলাগুলির ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক রবিবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে বলেন, এই ধরনের কার্যকলাপ লেবানন ও ইসরায়েলের সাধারণ জনগণকে ঝুঁকির মধ্যে ফেলবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেবে।

গুতেরেস অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে ১৭০১ (২০০৬) নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন। খবর আনাদোলুর।

প্রতিবেদনটিতে হিজবুল্লাহর বরাতে জানানো হয়, তারা শনিবার রাতে ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, যা তাদের প্রথম পর্যায়ের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। এই প্রতিশোধ গত মাসে তেল আবিবের হামলায় তাদের শীর্ষ নেতা ফুয়াদ শাকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে এসেছে।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়, যা তারা হিজবুল্লাহর হামলা প্রতিরোধের প্রয়াস হিসেবে দাবি করেছে। তবে হিজবুল্লাহ এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং তা বাস্তব পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ রবিবার এ বিষয়ে বক্তব্য রাখেন।

গত বছরের ৮ অক্টোবর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রতিদিনই গোলাগুলি চলছে, যার ফলে শত শত লোক হতাহত হয়েছে, এদের বেশিরভাগই লেবাননের পক্ষের।

আরো পড়ুন: ইসরায়েল ও হিজবুল্লাহ বলছে তারা যুদ্ধ চায় না, তবে প্রস্তুত রয়েছে

এই উত্তেজনা ইসরায়েলের গাজা উপত্যকায় চলমান হামলার প্রেক্ষাপটে বেড়েছে, যা ৪০,৩০০-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটিয়েছে এবং অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। উপত্যাকাটির অধিকাংশ মানুষ গৃহহীন, ক্ষুধার্ত এবং রোগপ্রবণ হয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App